সারসংক্ষেপ
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি: ডাক ও টেলিযােগাযােগ বিভাগ-এর আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর শূন্য পদে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে tss.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির ধরণ | সরকারি চাকরি |
প্রতিষ্ঠানের নাম | টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) |
পদের নাম | একাধিক পদে নিয়োগ |
আবেদনের যোগ্যতা | নিচে বিজ্ঞপ্তিতে দেখুন |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের সাইট | tss.teletalk.com.bd |
আবেদনের শেষ সময় | ০৯ সেপ্টেম্বর ২০২১ আগামী মাস পর্যন্ত |
প্রকাশের তারিখ | ০৫ আগস্ট ২০২১ |
কাজী জবস সার্কুলার | www.kazijob.com |
বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
স্মারক নং– ১৪.৩৬.০০০০.০০৭.১১.০০১.২১.১১৭
তারিখ: ০৫-০৮-২০২১ খ্রিঃ নিয়ােগ বিজ্ঞপ্তি
আবেদন: tss.teletalk.com.bd
পদের নাম, পদ সংখ্যা, বয়স গ্রেড ও I (১০/০৮/২০২১ খ্রিঃ বেতন স্কেল । তারিখে) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত দেখুন:
কোম্পানি সচিব– ০১ (এক) জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ। কমপক্ষে ১০ বছরের কর্ম অভিজ্ঞতা (সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের কর্ম অভিজ্ঞতাসহ)।
গ্রেড-০৪,
বেতন ৫৫,৯০০-৮৬০৫১/-
০২ উপ মহাব্যবস্থাপক | ০৩ (তিন) (কারিগরি)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ
গ্রেড-৪
স্কেল: ৫৫৯০০ ৮৬০৫১
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) চাকরি



TSS Job Circular 2021
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) ডিজিটাল ডিভাইস উৎপাদন, সংযােজন ও সরবরাহকারী একমাত্র রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান
ব্যবস্থাপনা পরিচালক এর কার্যালয়, টঙ্গী, গাজীপুর ১৭১০ E-mail: md.tssltd@tss.com.bd, Website: www.tss.com.bd
আবেদনের শর্তাবলী:
নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
১। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ বিবেচ্য হবে এবং এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। প্রার্থী এসএসসি উত্তীর্ণ না হলে জন্ম। নিবন্ধন সনদ বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। সকল ক্ষেত্রে ১০-০৮-২০২১ খ্রিঃ তারিখের বয়স বিবেচনা করা হবে।
২। টেশিসের নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়ােজিত কর্মচারী বিভাগীয় প্রার্থী মর্মে বিবেচিত হবেন। ০১ – ০৪ নং ক্রমিকের বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থী। এবং ০৫ – ১৭ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ (পাঁচ) বছর শিথিলযােগ্য।
৩। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
(ক) প্রার্থী http://tss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-০৮-২০২১ খ্রিঃ, সকাল – ১০ টা
(ii) Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯-০৯-২০২১ খ্রিঃ, বিকাল – ৫ টা।
সকল সরকারি চাকরির খবর

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিঃ সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(Bangladesh Railway Job Circular 2022 প্রকাশ করেছে। এবারের বিজ্ঞপ্তিতে…

বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী বিজ্ঞপ্তিটি নিম্নরূপ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে…

পরিসংখ্যান ব্যুরো নিয়োগ সার্কুলার ২০২২
পরিসংখ্যান ব্যুরো নিয়োগ সার্কুলার ২০২২: নতুন ৭১৫টি পদে এক নিয়োগ বিজ্ঞপ্তি (সার্কুলার) ২০২২ প্রকাশ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত…

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022- Ministry of Defense
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত বিভিন্ন গ্রেডের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত বাংলাদেশের…

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি ২০২২
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ ২০২২ঃ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সার্কুলার-এ বেশ কিছু জনবল নিয়োগ দেয়া হবে। বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকাতে নিম্নোক্ত পদ সমুহ পুরণের জন্য বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। bcs admin…

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার ২০২২
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার ২০২২ঃসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ কপিরাইট ভবন…

কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী বিজ্ঞপ্তিটি নিম্নরূপ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে…

কম্পিউটার কাউন্সিল নিয়োগ র্সাকুলার ২০২২
কম্পিউটার কাউন্সিল নিয়োগ র্সাকুলার ২০২২: বাংলাদেশে আবারও একাধিক পদে কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেয়া হবে ।স্থানীয় বাংলাদেশি নাগরিকের যোগ্যতা ও অভিজ্ঞা সাপেক্ষে…

নতুন নিয়োগ দিচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
নতুন নিয়োগ দিচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০২২ : স্মারকে প্রদত্ত জুরীপত্র ও ছাড়পত্রের অনুবলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কক্সবাজার ও নড়াইল জেলায় শূন্যপদে নিয়োগের জন্য আবেদনের আহবান করা হচ্ছে । নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে যোগ্যতা সম্পন্ন…

খুলনা সিটি কর্পোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি Khulna City Job Circular
খুলনা সিটি কর্পোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি Khulna City Corporation Job Circular 2022: আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি২০২২ খুলনা সিটি কর্পোরেশন, সচিবালয় বিভাগ সংস্থাপন শাখায় নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। খুলনা সিটি…
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন।
কাজী জবস সার্কুলার
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
বিস্তারিত দেখে চাকরির আবেদন করুন
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।
উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিবেন:
ক্রমিক ০১ নং থেকে ০৪ নং পদের জন্য আবেদন ফি :১০০০ (এক হাজার) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২০ (একশত বিশ) টাকা সহ মােট ১,১২০ (এক হাজার একশত বিশ) টাকা (অফেরতযােগ্য);
ক্রমিক ০৫ নং থেকে ০৭ নং পদের জন্য আবেদন ফি : ৮০০ (আটশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৯৬ (ছিয়ানব্বই) টাকা সহ মােট ৮৯৬ (আটশত ছিয়ানব্বই) টাকা (অফেরতযােগ্য);
ক্রমিক ০৮ নং থেকে ১১ নং পদের জন্য আবেদন ফি : ৭০০ (সাতশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৮৪ (চুরাশি) টাকা সহ মােট ৭৮৪ (সাতশত চুরাশি) টাকা (অফেরতযােগ্য); এবং
ক্রমিক ১২ নং থকে ১৭ নং পদের জন্য আবেদন ফি : ৫০০/-(পাঁচশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬০/-(ষাট) টাকা সহ মােট ৫৬০/ (পাঁচশত ষাট) টাকা (অফেরতযােগ্য)। বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবেনা।
টেলিফোন শিল্প সংস্থায় চাকরির খবর
উক্ত চাকরির নিয়োগের আবেদনের জন্য প্রথম SMS: TSsUser ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: TSS ABCDEF Reply: Applicant’s Name, Tk.1,120/896/784/560 will be charged as application fee. Your PIN is 12345678. To pay free type TSSYesPIN and send to 16222. দ্বিতীয় SMS: TSsYesPIN লিখে send করতে হবে 16222. Example: TSS Yes 12345678 (চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rtss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় (ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময় প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন; (জ) শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(1) User ID at anteca TSSHelpUser ID send to 16222
Example: TSS Help User ABCDEF & send to 16222
সাম্প্রতিক সকল চাকরির সংবাদ
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ১৮ মার্চ ২০২২ এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা – Chakrir Dak
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৮ মার্চ ২০২২ – Chakrir Khobor
- এসএসসি গণিত অ্যাসাইনমেন্ট উত্তর । ১৪তম সপ্তাহ ২০২২
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Bashundhara group
সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে ফেসবুক পেজে যুক্ত থাকুন। |
0 Comments