কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নতুন চাকরির খবর ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি TechEdu (Technical Education Job Circular 2021): কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সেন্টাল স্টোর কাম সার্ভিস ওয়ার্কসপে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত ১৩ ক্যাটাগরির ৩০৯টি রাজস্থখাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত নিয়বর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিয়লিখিত শর্তে অনলাইনে dtev.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছেঃ
সরকারি চাকরির খবরঃ চলমান সরকারি চাকরির খবরে সেরা সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একাধিক পদে গভমেন্ট জব সার্কুলার ০৭ অক্টোবর ২০২১ ইং সকাল ১০ ঘটিকা হতে অনলাইনে প্রত্যাশিত পদে আবেদন সম্পূর্ন করতে পারবেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির ধরন | সরকারি চাকরি |
সরকারি প্রতিষ্ঠান | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
মোট পদ সংখ্যা | ১৩ টি |
মোট শুন্য পদ | ৩০৯ জন |
জেলা | সকল জেলা (১টি পদ নির্দিষ্ট) |
কারিগরি ওয়েসাইট | www.techedu.gov.bd |
আবেদন শুরু | ০৭-অক্টোবর-২০২১ |
আবেদন শেষ সময় | ২৭-অক্টোবর-২০২১ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন টেলিটক |
আবেদনের সাইট | dtev.teletalk.com.bd |
TechEdu (Technical Education Job Circular 2021)

সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


আরোঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
পদের নামঃ লাইব্রেরিয়ান
পদ সংখ্যাঃ ৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ম্লাতক বা সমমানের ভিগ্রিসহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা।
বেতনক্রম: ১১০০০-২৬৫৯০/-
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
জেলাঃ সকল জেলা
পদের নামঃ হিসাব রক্ষক
গ্রেড: ১৪
পদ সংখ্যাঃ ২২ জন
বেতনক্রম: ১০২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় অন্যুন দ্বিতীয় শ্রেণির ডিগ্রি।
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
জেলাঃ সকল জেলা
পদের নামঃ প্রাম্ার/পাম্প অপারেটর
পদ সংখ্যাঃ ১ জন
বেতনক্রম: ৯৭০০/- – ২৩৪৯০/-
গ্রেড: ১৫ অথবা টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীরসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বৎসর মেয়াদি ট্রেড সার্টিফিকেট
সংশ্লিষ্ট ট্রেউসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি-সার্টিফিকে/্রাপ্।
জেলাঃ সকল জেলা
কারিগরি শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি TechEdu Job Circular
পদের নামঃ ড্রাইভার (ভারি)
পদ সংখ্যাঃ ৩ জন
বেতনক্রম: ৯৭০০/- – ২৩৪৯০/-
গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
দক্ষতাঃ বৈধ ড্রাইভিং লাইসে্সসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী।
জেলাঃ সকল জেলা
পদের নামঃ সহকারী-কাম-স্টোরকিপার
পদ সংখ্যাঃ ৪ জন
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনক্রম: ৯৩০০/- – ২২৪৯০/-
গ্রেড: ১৬
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
পদের নামঃ এল.ডি.এ-কাম-স্টোরকিপার
পদ সংখ্যাঃ ২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনক্রম: ৯৩০০/- – ২২৪৯০/-
গ্রেড: ১৬
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
পদের নামঃ ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর
পদ সংখ্যাঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীরসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ দেই) বৎসর মেয়াদি ট্রেড সার্টিফিকেট।
অথবা সংশ্লিষ্ট ট্রেডসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) এবং ইলেকট্রিসিটি লাইসেল্সিং বোর্ডের বি-সার্টিফিকে-্রাপ্ত।
বেতনক্রম: ৯৩০০/- – ২২৪৯০/-
গ্রেড: ১৬
পদের নামঃ ড্রাইভার কাম মেকানিক্স
পদ সংখ্যাঃ ২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীরণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ ছয়) মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট বা উতীর্ণ।
বেতনক্রম: ৯৩০০/- – ২২৪৯০/-
গ্রেড: ১৬
দক্ষতাঃ ড্রাইভার ভোরি) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী এবং ড্রাইভার (হালকা) এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় পারদশী।
সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখুন
পদের নামঃ ইলেকট্রিশিয়ান/প্রজেক্ট অপারেটর
পদ সংখ্যাঃ ১
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীরণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ ছয়) মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট বা উতীর্ণ)
অথবা
সংশ্লিষ্ট ট্রেসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) সহ সংশ্লিষ্ট কাজে অন্যুন ৬ ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি-সার্টিফিকেট্রাপত।
সকল জেলা
বেতনক্রম: ৯৩০০/- – ২২৪৯০/-
গ্রেড: ১৬
পদের নামঃ কেয়ার টেকার
পদ সংখ্যাঃ ৫৬
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
বেতনক্রম: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬
পদের নামঃ অফিস সহকারী কাম ষ্টোরকিপার
পদ সংখ্যাঃ ৪২
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
দক্ষতাঃ কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা।
বেতনক্রম: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬
পদের নামঃ অফিস সহায়ক/গার্ডেনার
পদ সংখ্যাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উততীর্ণ।
জেলাঃ রাজবাড়ী, চীদপুর, রাঙ্গামাটি,জয়পুরহাট, নীলফামারী, পঞ্চগড়,মাগুরা, পিরোজপুর, হবিগঞ্জ
বেতনক্রম: ৮২৫০/- – ২০০১০/-
গ্রেড: ২০
পদের নামঃ অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ব্যতীত
জেলাঃ রাজবাড়ী, চীদপুর, রাঙ্গামাটি,জয়পুরহাট, নীলফামারী, পঞ্চগড়,মাগুরা, পিরোজপুর, হবিগঞ্জ ব্যতিত অন্যান্য জেলা। এতিম ও শারীরিক প্রতিবন্ধি সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবে।
বেতনক্রম: ৮২৫০/- – ২০০১০/- সমমানের পরীক্ষায় উতীর্ণ।
গ্রেড: ২০
কারিগরি চাকরির নিয়োগ
চাকরির আবেদনের নির্দেশনাঃ
আবেদন http://dtey.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরুপ।
(i) Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ০৬:০০ টা।
(iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ সন্ধ্যা ০৬:০০ টার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
(iv) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।
Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে । নির্ধারিত স্থানে Upload করবেন। Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী ০১টি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত ০১টি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Print অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি নিয়ােগ বিজ্ঞপ্তি’র ক্রমিক ০১ থেকে ১১ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ সর্বমােট ১১২/- টাকা এবং ক্রমিক ১২ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ৫০/টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ সর্বমােট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
আরোঃ অন্য সকল চলমান চাকরির খবর দেখুন
চাকরির খবর দেওয়ার জন্য ধন্যবাদ
সবার আগে সকল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা PDF File Kazi Job Circular এ পাবেন।