সামাজিক সেবা সংগঠন নিয়োগ র্সাকুলার২০২১: সম্প্রতি বাংলাদেশে আবারও কিছু সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । সামাজিক সেবা সংগঠন একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ, ব্যাংক ও দাতাদের আর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ এনজিও বিষয়ক ব্যুরো সংস্থাটি “ক্ষুদ্রঋণ কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের স্থানীয় সকল নাগরিকদের কে আবেদন করতে বিশেষ ভাবে বলা হলো । অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে ।
Samajik seba songton job circular2021
চাকরির ক্যাটাগরি | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
পদসংখ্যা | ২৬৪ জন |
চাকরি দাতা প্রতিষ্ঠান | সামাজিক সেবা সংগঠন |
মোটপদ | ০৫ টি |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮-৩৮ বছর |
আবেদনের শেষ তারিখ | ৩০ ডিসেম্বর ২০২১ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
সামাজিক সেবা সংগঠন নিয়োগ
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/১২/২০২১ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল–এই ঠিকানা বরাবর লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের ত কপি সংযুক্ত করে পাঠাতে হবে।

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি
অন্যান্য সুবিধাদিঃ ফ্রি আবাসন (২ ও ৪ নং পদ ব্যতিত), শহর ভাতা, চাকরি নিয়মিত হলে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ ২টি এবং ১টি মূল বেতনের ৫০%), প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ দিনের বেতন সম-পরিমাণ অর্জিত ছুটির টাকা প্রদান, প্রভিডেন্ড ফান্ড, গ্যাচুইটি (চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছর পূর্ণ হলে ২টি, ১৫ বছর পূর্ণ হলে ৩টি ও ২০ বছর পূর্ণ হলে ৪টি করে মূল বেতন প্রদান করা হবে), সন্তানদের জন্য বাৎসরিক এককালীন শিক্ষাভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে।
আরো দেখুন: |
0 Comments