রিসডা এনজিও জব সার্কুলার: RISDA NGO জব সার্কুলার ২০২১. রিসডা এনজিও চাকরির খবরে কাজী জব ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। রিসডা-বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, সৌর বিদ্যুৎ, স্কুল ফিডিং ও মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণ এর লক্ষ্যে জনবল নিয়ােগের জন্য নিম্ন বর্ণিত পদে দক্ষ, পরিশ্রমী ও শরীয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এনজিও চাকরির খবর
চাকরির ধরণ | এনজিও চাকরি |
এনজিও প্রতিষ্ঠানের নাম | রিসডা বাংলাদেশ |
মোট পদ | ৫ টি |
মোট জনবল নিয়োগ | ৯৫ জন |
আবেদন প্রক্রিয় | ডাকযোগে/কুরিয়ার |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি – স্নাতক |
আবেদনের শেষ সময় | ৩১ আগস্ট ২০২১ |
রিসডা ওয়েবসাইট | www.risda.org.bd |
রিসডা বাংলাদেশ এনজিও চাকরির খবর

এলাকা ব্যবস্থাপক- ৫ জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর/সমমান।
বেতন: সংস্থার বিধি মােতাবেক ৩৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বৎসর।
শাখা ব্যবস্থাপক- ১৫জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/সমমান।
বেতনঃ সংস্থার বিধি মোতাবেক ২৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
RISDA NGO Job Circular 2021
অডিট অফিসার- ৫ জন
শিক্ষাগত যােগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক/সমমান।
বেতন: সংস্থার বিধি মােতাবেক ২৫,০০০ টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
ক্রেডিট অফিসার(গ্রেড-১)- ২০ জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান।
বেতন: সংস্থার বিধি। মােতাবেক ১৬,৩১৬/- টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
অভিজ্ঞতা: পিকেএসএফ সহায়তাপুষ্ট মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।
ক্রেডিট অফিসার(গ্রেড-২)- ৫০ জন
শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি/সমমান।
বেতন: সংস্থার বিধিমােতাবেক ১৫,২৯১/- টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।
ক্রেডিট অফিসার(গ্রেড-২)- ৫০ জন
শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি/সমমান।
বেতন: সংস্থার বিধিমােতাবেক ১৫,২৯১/- টাকাসহ সংস্থার অন্যান্য সুযােগ সুবিধা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।
এনজিও চাকরির খবর ২০২১
রিসডা এনজিও চাকরির আবেদনের শর্তাবলী:
১, ২ ও ৩ নং পদের প্রার্থীকে মােটর সাইকেল চালনায় পারদর্শী ও বৈধ মােটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
৪ ও ৫ নং পদের প্রার্থীদের বাই সাইকেল চালনায় অভিজ্ঞ ও কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। উল্লেখিত পদের জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরি বিধিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাতায়াত ভাতা, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও নির্দিষ্ট পদের জন্য মােটর সাইকেল জ্বালানি এবং বিনা ভাড়ায় আবাসন সুবিধা প্রাপ্য হবেন।
সংস্থার বিধি মােতাবেক ১ হতে ৫ নং পদের। নির্বাচিত প্রার্থীদের জন্য ১০,০০০/- জামানত/সিকিউরিটি (কমপক্ষে ১ বছর সংস্থায় চাকুরি করা সাপেক্ষে ফেরতযােগ্য) সংস্থায় জমা রাখতে হবে এবং বাবা/নিকট আত্নীয় দ্বারা জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১ আগষ্ট ২০২১ ইং তারিখের মধ্যে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মােবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত আবেদন পত্র ও পূর্ণ জীবন বৃত্তান্ত ব্যবস্থাপক মানবসম্পদ বিভাগ, রিসডা-বাংলাদেশ, বাড়ি #২৬, রােড #0২, ব্লক-সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা বরাবর ডাক/ সুন্দরবন কুরিয়ার যােগে প্রেরণ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনপত্রের সাথে সকল পদের জন্য “রিসা বাংলাদেশ
মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম” শিরােনামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মিরপুর শাখার অনুকূলে ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, রিসডা-বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিটির সংশােধন/সংযােজনসহ বাতিল করার ক্ষমতা রাখে। বিদ্রঃ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
যােগাযোগ: মােবাইলঃ ০১৭৭৭৭৬৫৪৪৪, ০১৭৭৭৭৬৫৩৮০, ০১৭৭৭৭৬৫৩৯৪।
Email: info@risda.org.bd, risda.bangladesh@yahoo.com, Website: www.risda.org.bd
সাম্প্রতিক চাকরির খবর সমূহ দেখুন
- আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র
- বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম
- বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২ – Chakrir Dak
আপডেট চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। |
সকল এনজিও চাকরির খবর

POPI NGO Job Circular 2023
পপি এনজিওতে চাকরির সুযোগ ২০২৩ POPI NGO Job Circular 2023: গণমুখী কর্মসূচি বাস্তবায়নের সংক্ষিপ্ত নাম পপি। গণমুখী কর্মসূচি বাস্তবায়ন পপি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। কাজের প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এছাড়াও, আপনি…

PKSF Job Circular 2023-পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
PKSF Job Circular 2023 PKSF Job Circular 2023-পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন , পিকেএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি…

শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২
শক্তি ফাউন্ডেশন নিয়োগ শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি SHAKTI NGO Job Circular 2022 শক্তি ফাউন্ডেশন ফর ডিস এ্যাডভান্টেজড উইমেন একটি ক্ষুদ্রঋণ সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮) যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমােচনে কাজ করে আসছে। শক্তি…

সিও এনজিও নিয়োগ 2022
সিও এনজিও নিয়োগ 2022 সিও (SEHEO) এনজিও সিও এনজিও নিয়োগ 2022: সিও এনজিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানবকল্যান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম…

এডিআই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
এডিআই এনজিও নিয়োগ এডিআই এনজিও নিয়োগঃ সম্প্রতি অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২) সার্কুলার এ ৩১০ জনকে নিয়োগ দিতে নিয়োগ দেয়া হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনুমোদিত এবং…

পিদিম ফাউন্ডেশন নিয়োগ 2022
পিদিম ফাউন্ডেশন নিয়োগ 2022 পিদিম ফাউন্ডেশন নিয়োগ 2022: Pidim Foundation Job Circular 2022 সম্প্রতি পিদিম ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। পিদিম ফাউন্ডেশন নিয়োগ 2022 পিদিম ফাউন্ডেশন একটি জনপ্রিয় বাংলাদেশি এনজিও প্রতিষ্ঠান। অনির্দিষ্ট পদে জনবল…

আশা এনজিও নিয়োগ 2022
আশা এনজিও নিয়োগ 2022 আশা এনজিও নিয়োগ 2022: এমন অনেকেই আছেন যারা আশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য অপেক্ষায় আছেন। তাদের জন্য আশার নতুন জব সার্কুলার নিয়ে আসলাম। এছাড়া অন্যান্য সকল এনজিও চাকরির বিজ্ঞপ্তিও আমাদের সাইটে পাবেন। ASA NGO Job Circular 2022 চাকরির…

মানবিক সাহায্য সংস্থা mss এ নিয়ােগ বিজ্ঞপ্তি
মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এ নিয়ােগ বিজ্ঞপ্তিঃ মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ ও Micro, Small & Medium Enterprise (MSME) ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিমােক্ত…

ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২
ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী এনজিও উন্নয়ন সংস্থা যা, ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্র্যাক এনজিও নিয়োগ ব্র্যাক মাইক্রো-ফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও…

বুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলার ২০২২
বুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলার ২০২২ঃ বাংলাদেশ এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর অপেক্ষায় ছিলেন। তাদের জন্য সুখবর যে, বুরো বাংলাদেশ আবারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলার ২০২২ । অন্যান্য সকল এনজিওর বিজ্ঞপ্তি আমরা সবার আগে এই ঠিকানায়…
0 Comments