RDRS Bangladesh Job Circular: আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিক প্রকাশ।বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশে ‘ক্ষুদ্র ঋণ সংগঠক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরডিআরএস বাংলাদেশ চাকরির নিয়োগ
প্রতিষ্ঠানের নাম | RDRS Bangladesh |
চাকরির ধরণ | এনজিও চাকরির খবর |
পদ সংখ্যা | নির্ধারিত নয় |
পদের নাম | ক্ষুদ্র ঋণ সংগঠক |
শিক্ষানবিশকাল | ৬ মাস |
বেতন | ১৮,০০০-২০,০০০/- |
আবেদন প্রক্রিয়া | অনলাইন/ডাকযোগে |
আবেদন শেষ সময় | ১৬ আগষ্ট ২০২১ |
আবেদনের ওয়েবসাইট | www.rdrsbangladesh.org |
আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের ঠিকানা: রংপুর ও রাজশাহী বিভাগের জন্য ‘প্রধান (মানবসম্পদ), আরডিআরএস বাংলাদেশ, জেলরোড, রাধাবল্লভ, রংপুর’। অন্য জেলার জন্য ‘প্রধান (মানবসম্পদ), আরডিআরএস বাংলাদেশ, বাড়ি নং-৪৩, রোড নং-১০, সেক্টর নং-৬, উত্তরা, ঢাকা’।

ক্ষুদ্রঋণ সংগঠক পদে নির্বাচিত প্রার্থীর পিতা/ মাতা/ অভিভাবক বা যেকোন নিকট আত্মীয়কে ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প-এ জামিনদার হিসাবে কর্মীর পক্ষে সংস্থার নিকট অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যেকোন জেলায় কাজ করার ক্ষেত্রে আগ্রহী হতে হবে। যোগ্যতাসম্পন্ন নারীপ্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আরডিআরএস একটি ধূমপানমুক্ত কর্মপরিবেশ।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে প্রধান (মানবসম্পদ) বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা: রংপুর ও রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার আবেদনকারীদের জন্য, আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ,রংপুর এবং রংপুর ও রাজশাহী ডিভিশন ব্যতীত বাংলাদেশের অন্যান্য জেলার আবেদনকারীদের জন্য, আরডিআরএস বাংলাদেশ, বাড়িনং-৪৩, রোডনং-১০, সেক্টরনং-৬, উত্তরা, ঢাকা। খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে।
সকল চাকরির খবর দেখুন নিচের ক্যাটাগরীতে
- অন্যান্য
- এনজিও চাকরি
- চলমান নিয়োগ বিজ্ঞপ্তি
- চাকরি প্রস্তুতি
- বাংলা সাহিত্য
- বাহিনী নিয়োগ
- বেসরকারি চাকরি
- সরকারি চাকরি
- সাপ্তাহিক চাকরির পত্রিকা
আরডিআরএস জব সার্কুলার
যেসকল বিষয় খুঁজে এসেছেনঃ আরডিআরএস নিয়োগ ২০২১ , আরডিআরএস বাংলাদেশ , আরডিআরএস এনজিও , আরডিআরএস নিয়োগ, আরডিআরএস এ নিয়োগ , rdrs job circular 2021 , rdrs job circular , rdrs job circular 2021, rangpur , rdrs jobs 2021, আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি ,আরডিআরএস এনজিও বিজ্ঞপ্তি কাজ 2021 , আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি , আরডিআরএস বাংলাদেশ এনজিও , আরডিআরএস বাংলাদেশ নিয়োগ , আরডিআরএস জব সার্কুলার , আরডিআরএস সার্কুলার , আর ডি আর এস ।
0 Comments