
পুলিশের এসআই এ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Police New SI Job Circular: ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, পুলিশের চাকরির মূল শ্লোগান চাকরি নয়, সেবা, বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছেন।
এসআই চাকরির আবেদনের শুরু ও শেষ সময় এবং আবেদন প্রক্রিয়া এছাড়াও নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত পড়ুনঃ
এসআই পদে আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ অক্টোবর, ২০২১ শুক্রবার সকাল ১০টা থেকে ৪ নভেম্বর, ২০২১ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো সম্পন্ন করে আবেদন করতে হবে।
পুলিশের এসআই/SI নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা পদ্ধতি
এবারের নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হচ্ছে- ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।
সূত্র: ডিএমপি নিউজ
বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়ােগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য প্রযােজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি ও পরীক্ষার সময়সূচি নিম্নে উল্লেখ করা হলােঃ
চাকরির ধরন | পুলিশ বাহিনীর চাকরি |
প্রতিষ্ঠান | বাংলাদেশ পুলিশ |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
পদের নাম | এসআই/SI |
আবেদন শুরু | ০৮ অক্টোবর ২০২১ |
আবেদন শেষ | ০৪ নভেম্বর ২০২১ |
লিঙ্গ | নারী/পুরুষ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের সাইট | police.teletalk.com.bd |
সাব ইন্সপেক্টর অব পুলিশ জব সার্কুলার ২০২১


এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এসআই পদে প্রার্থীর আবেদনের যোগ্যতাঃ SI হবার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন দেখুন-
১.১ প্রার্থীর বয়স:বয়সসীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে ১৯ হতে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে, তারাও আবেদনের যােগ্য বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম ২৭ বছর তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযােদ্ধা বা শহিদ মুক্তিযােদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান নিয়ম অনুসৃত হবে।
১.২ শিক্ষাগত যােগ্যতা: অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যুনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
১.৩ জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) হতে হবে।
১.৪ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযােগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে অবিবাহিত থাকতে হবে।
SI Job Circular Requirement
১.৫ এসআই পদে প্রার্থীর শারীরিক মাপ:
পুরুষ প্রার্থীঃ ৫ ফুট ৬ ইঞ্চি
নারী প্রার্থীঃ উচ্চতা কমপক্ষে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপঃ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি ।
ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমােদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তিঃ ৬/৬
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন দাখিলের নিয়মাবলি।
২.১ প্রথম ধাপ:
২.১.১ http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদনফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদনফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়ােজনীয় সহায়তা নেয়া যাবে।
BD Police SI Job Circular
২.১.২ অনলাইনে আবেদনের সময়সীমা ৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ৪ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে।
২.১.৩ আবেদনফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যােগ্য প্রার্থী তার ব্যবহৃত মােবাইল নম্বরে একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনফরম পূরণের। ৭২ ঘণ্টার মধ্যে যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে ৩০/- (ত্রিশ) টাকা (অফেরতযােগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে।
২.১.৪ অনলাইন আবেদনফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােড করতে হবে; ২.১.৫ অনলাইন আবেদনফরমে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
২.১.৬ প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনফরমের একটি রঙিন/সাদাকালাে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
এসআই পদে অনলাইনে আবেদনের পর টেলিটক সিম হতে এসএমএস পাঠানোর নিয়মঃ
দ্বিতীয় ধাপ: প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৩০/- (ত্রিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে; প্রথম এসএমএস (SMS): SIPUSER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: SIP ABCDEF Reply: “Applicant’s Name”, TK 30/- will be charged as service charge for PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Application. Your PIN NUMBER is XXXXXXXXXX (10 digits). To pay fee, type SIPYESPIN NUMBER & Send to 16222. দ্বিতীয় এসএমএস (SMS): SIPYESPIN NUMBER লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: SIP YES 1234567890 Reply: Congrats! “Applicant’s Name”, payment completed successfully for the application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination. USER ID is (ABCDEF) and PASSWORD is (XXXXXXXXXX).
২.৩ হেল্পলাইন:
২.৩.১ যে কোনাে টেলিটক প্রিপেইড মােবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে; ক. USER ID জানা থাকলে SIPHELPUSERUSER ID লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: SIP HELP USER ABCDEF খ. PIN NUMBER জানা থাকলে SIPHELPPINPIN NUMBER লিখে 16222 নম্বরে Send করতে হবে; Example: SIP HELP PIN 1234567890
২.৩.২ অনলাইনে আবেদনফরম পূরণের ক্ষেত্রে যে কোনাে টেলিটক মােবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮ অতঃপর ১ এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়ােজনে অন্য যে কোনাে অপারেটরের মােবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযােগিতা নেয়া যাবে।
৩. ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং
৩.১ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়ােগবিধি মােতাবেক ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যােগ্য প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।
বাংলাদেশ পুলিশ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
৪. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ।
৪.১ ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলােড করে দুই কপি প্রিন্ট করতে হবে।
৪.২ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই এ প্রবেশপত্রের দুই কপি সঙ্গে আনতে হবে।
৫. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। ৫.১ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নিমােক্ত পরীক্ষাকেন্দ্রের মাঠে উপস্থিত থাকতে হবে
এসআইঃ পদে বিভিন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তারিখ, সময় ও রেঞ্জ দেখুন।

সূত্র: ডিএমপি নিউজ
আজকের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর
পুলিশের এসআই/SI নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা পদ্ধতি