সারসংক্ষেপ
নৌবাহিনী জব সার্কুলার ২০২২/Navy Job Circular: বাংলাদেশ নৌবাহিনী জব ২০২২ সার্কুলার নাবিক, মহিলা নাবিক, এমওডিসি, কমিশন্ড অফিসার, অফিসার ক্যাডেট সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবার আগে প্রকাশিত হয়। বিস্তারিত নিচে দেখে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন।
নৌবাহিনী জব সার্কুলার ২০২২
নেভি জব সার্কুলার ২০২২: সুন্দর ক্যারিয়ার গড়ার এক অপূর্ব সুযোগ বাংলাদেশ নৌবাহিনী। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন। আবেদনের সকল নিয়ম এখানে দেয়া আছে, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল সাইটেও পাবেন।
চাকরির ধরণ | সরকারি চাকরি |
প্রতিষ্ঠান | নৌবাহিনী চাকরি |
চাকরির পদবী | ডিফেন্স এ চাকরি |
পদ সংখ্যা | ৩৪ টি |
শুন্য পদ সংখ্যা | একাধিক পদে নিয়োগ |
বয়স | ১৭/২০২০ (২২ বছর) |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/স্নাতক/এমবিএ |
আবেদনের শেষ তারিখ | ১৬ জানুয়ারি ২০২২ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন/ডাকযোগে |
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
নৌবাহিনি নিউ জব সার্কুলার ২০২২
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নাবিক, মহিলা নাবিক, এমওডিসি পদে ভর্তি (নৌ)-২০২২ ব্যাচে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র পূরণ করে কাগজপত্রসহ ডাকযোগে আগামী ১৬জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পৌঁছাতে হবে।

বাংলাদেশ নেভী মটর ট্রান্সপোর্ট ওয়ার্কশপ, চট্টগ্রাম এর জন্য চুক্তিভিত্তিক নিচে বর্ণিত পদে জনবল নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিম্নে দেয়া হল।
চলমান সকল “চাকরির খবর” দেখুন
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ১৮ মার্চ ২০২২ এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা – Chakrir Dak
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৮ মার্চ ২০২২ – Chakrir Khobor
- এসএসসি গণিত অ্যাসাইনমেন্ট উত্তর । ১৪তম সপ্তাহ ২০২২
- বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Bashundhara group
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের জন্য নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখান্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে প্রদত্ত হল।
- শূণ্যপদঃ সহকারি চিকিৎসা কর্মকর্তা
- পদের সংখ্যাঃ ০১ জন।
- বিবরণঃ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রী
- বেতনঃ ২৯,৮৭৫ টাকা
- বয়স অনুর্ধ্ব ৩২ বছর (৩০ জুন তারিখে)
- বয়সঃ ১ জানুয়ারি ২০২১ তারিখে ১৬ বছর ৬ মাস হতে একুশ (২১) বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযােগ্য নয়
- পুরুষ- উচ্চতাঃ ১৬২ সেন্টিমিটার/৫ ফুট ৪ ইঞ্চি, ওজনঃ ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার/৩০ ইঞ্চি (সম্প্রসারিত ৮১ সেন্টিমিটার/৩২ ইঞ্চি)।
মহিলাঃ – উচ্চতাঃ ১৫৭ সেন্টিমিটার/৫ ফুট ২ ইঞ্চি, ওজনঃ ৪৭ কেজি, বুকের মাপঃ স্বাভাবিক ৭১ সেন্টিমিটার/২৮ ইঞ্চি (সম্প্রসারিত ৭৬ সেন্টিমিটার/৩০ ইঞ্চি)
উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় | গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থী করার জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে নূন্যতম তিনটিতে “এ” গ্রেট ও দুইটিতে “বি” গ্রেড থাকতে হবে এবং এ লেভেল এর জন্য ন্যূনতম দুটি বিষয় “বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ)।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনী উচ্চমান পরীক্ষা বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান | বাহিনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই এসএসসিতে বিজ্ঞান বিভাগের হতে হবে)। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনও আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত।
জাতীয়তাঃ বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
অযােগ্যতা
(ক) সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনাে সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
(খ) আইএসএসবি কর্তৃক প্রত্যাখ্যাত হলে
(গ) সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিকেল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে যেকোনাে বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে
(ঘ) অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে
মনােনয়ন পদ্ধতি
- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারঃ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক | সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
- লিখিত পরীক্ষাঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
- আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থী চূড়ান্ত মনােনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
নেভাল একাডেমিতে যােগদানঃ চূড়ান্তভাবে মনােনীত প্রার্থী জুলাই ২০২১ এর প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যােগদান করবেন।
প্রশিক্ষণ বা কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ (১০) সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপমেন্ট হিসেবে ১৮ মাস সহ মােট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ রাখা ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হতে প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল শাখার ক্যাডেটদের বুয়েট/মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনােলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হবে।
বেতন ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপমেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
Navy Job Circular 2021
Navy তে আবেদন ফরম পূরণ করার নিয়োমাবলীঃ
অনলাইন আবেদন পদ্ধতিঃ আবেদনকারী প্রার্থীগণকে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হােম পেজে এপ্লাই নাউ | বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
এ পর্যায়ে প্রার্থীগণ যেকোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মােবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, রকেট, | শিওর ক্যাশ ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে চার্জ ব্যতীত সাতশত টাকা অফেরৎযােগ্য আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার এবং পার্সোনাল ইনফরমেশন ফরম ডাউনলােড করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।
0 Comments