চাকরি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি – MCQ বাংলা মডেল টেস্ট – ০১

by | Nov 1, 2021 | চাকরি প্রস্তুতি

MCQ বাংলা মডেল টেস্ট আপনার চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কত দূর এবং আপনার চাকরির প্রিপারেশন যাচাই করুন। প্রিয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশি আপনি নিশ্চই জানেন যে, বর্তমান বাংলাদেশে চাকরির বাজার খুবই মন্দা কিন্তু আসলে মন্দা নয় কারন প্রতিনিয়ত শিক্ষিত জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই চাকরির পরিধি কম এদিকে চাকরি প্রার্থী দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিধায় চাকরির নিয়োগ পরীক্ষাসমূহ অনেক কঠিন হয়ে পড়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে কাজীজব নিয়ে এলো নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট MCQ প্রশ্ন। প্রিয় জব প্রত্যাশী আপনি আমাদের নিম্নের বাংলা মডেল টেস্ট সমূহের উত্তর আপনি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিবেন- www.kazijob.com কর্তৃপক্ষ আপনাকে সঠিক প্রশ্নের উত্তর লিখে দিবে

চাকরি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি – MCQ বাংলা মডেল টেস্ট

বিষয়বাংলা
কি প্রস্তুতিচাকরির প্রস্তুতি
নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট-MCQ Bangla Model Test
বিগত সকল নিয়োগ পরীক্ষার প্রশ্নPDF Download করুন
MCQ বাংলা মডেল টেস্ট

১. ‘বঙ্গীয় শব্দকোষ ’ কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
ক. দীনেশচন্দ্র সেন
খ. হরিচরণ বন্দ্যোপাধ্যায়
গ. সুকুমার সেন
ঘ . রাজশেখর বসু


২. ‘আপনা মাঁসে হরিণা বৈরী ’ – কার লেখা চর্যায় এ কথা রয়েছে ?
ক. কাহুপা
খ. লুইপা
গ . ভুসুকুপা
ঘ . কুক্কুরীপা


৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন ’ কাব্যের দ্বাদশ খন্ডের নাম কী ?
ক. জন্মখন্ড
খ. তাম্বুলখন্ড
গ . বংশীখন্ড
ঘ.রাধাবিরহ

চাকরি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি - MCQ বাংলা মডেল টেস্ট
চাকরি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি – MCQ বাংলা মডেল টেস্ট


৪. শ্রীচৈতন্যের পিতার বাড়ি কোথায় ?
ক.সিলেট
খ. চট্টগ্রাম
গ. নদীয়া
ঘ . উড়িষ্যা


৫. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি আছে রকোন মঙ্গল কাব্যে ?
ক. মনসামঙ্গল
খ . চন্ডীমঙ্গল
গ . অন্নদামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল


৬. ‘হপ্তপয়কর ’ কার লেখা কাব্য ?
ক.দৌলত কাজী
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. বাহরাম খান


৭ .ভক্তপ্রসাদ বাবু কোন প্রহসনের চরিত্র ?
ক. কমলে কামিনী
খ . জামাই বারিক
গ. একেই কি বলে সভ্যতা ?
ঘ . বুড সালিকের ঘাড়ে রোঁ

৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় ’ প্রকাশিত হয় কত সালে ?
ক. ১৮৩৫
খ. ১৮৪৫
গ. ১৮৫৫
ঘ.১৮৬৫


৯. ‘আর কত দুরে নিয়ে যাবে মোরে , হে সুন্দরী ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ ?
ক. সোনারতরী
খ . চিত্রা
গ. নিরুদ্দেশ যাত্রা
ঘ. বিদায়


১০ . কাজী নজরুল ইসলামের ‘শিউলি –মালা ’ গল্পগ্রন্থে কয়টি গল্প আছে ?
ক. ৩টি
খ . ৪টি
গ.৫ টি
ঘ. ৬ টি

১১. ’অবরোধবাসিনী ’ কোন ধরনরে গ্রন্থ ?
ক. উপন্যাস
খ . কাব্য
গ. প্রবন্ধ সংকলন
ঘ. গল্প সংকলন


১২. বুদ্ধদেব বসু কোন পত্রিকা সম্পাদনা করেছেন ?
ক. শনিবারের চিঠি
খ. কবিতা
গ. কেল্লোল
ঘ. পরিচয়


১৩. জীবনানন্দদাশের উপন্যাস –
ক. বনলতা সেন
খ . কাবি
গ. বেলা আবেলা কালবেলা
ঘ. মাল্যবান


১৪. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের ‘ বিষ বৃক্ষ ’ উপন্যাসের চরিত্র –
ক. ভ্রমর – গোবিন্দ – রোহিণী
খ . বিনোদিনী – মহেন্দ্র – আশা
গ. মহিম –অচল –সুরেশ
ঘ . সূর্যমুখী –নগেন্দ্র –কুন্দ


১৫. সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম নাটক কোন টি ?
ক. লালসালু
খ . বহিপীর
গ. উজানে মৃত্যু
ঘ. তরঙ্গভঙ্গ


১৬. মুনীর চৌধুরীর মৌলিক নাটক কোনটি ?
ক. চিঠি
খ . কেউ কিছু বলতে পারে না
গ. মুখরা রমণী বশীকরণ
ঘ. রূপার কৌটা


১৭. আনোয়ার পাশার ‘রাইফেল রোটি আওরা’ উপন্যাসের প্রধান চরিত্র –
ক. সুরজিত নন্দী
খ . অনিল বাগচী
গ. তোফাজ্জল হোসেন
ঘ. সুদীপ্ত শাহিন

MCQ Bangla Model Test

১৮. কোন সম্পর্কটি ভুল ?
ক. আগুনপাখি ( হাসান আজিজুল হক )
খ . খোয়াব নামা (আকতারুজ্জামান ইলিয়াস )
গ. প্রেমাংশুর রক্ত চাই (নির্মলেন্দু গুণ)
ঘ. ওরা কদম আলী (সেলিম আল দীন )


১৯. ‘আবার তোরা মানুষ হ ’ চলচ্চিত্রের পরিচালক –
ক.জহির রায়হান
খ . খান আতাউর রহমান
গ. আমজাদ হোসেন
ঘ.চাষী নজরুল ইসলাম


২০ . ‘লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার’ কার গান ?
ক. মুকুন্দ দাস
খ .গোবিন্দ দাস
গ. লালন সাঁই
ঘ. হাসন রাজা


২১. মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোন গুলো ?
ক. ঢ,ভ
খ. ক,চ
গ. ঠ, থ
ঘ. জ,ব


২২.কোন শব্দ টি বিসর্গ সন্ধিযোগে গঠিত নয় ?
ক. ততোধিক
খ. মনোযোগ
গ.শিরশ্ছেদ
ঘ. বৃহস্পতি


২৩. মুলা যদি মুলো উচ্চারিত হয় , তবে ঘটে –
ক. স্বরাগম
খ. স্বরলোপ
গ. স্বরসংগতি
ঘ. অপিনিহিতি


২৪. ‘ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে হয় ’; এখানে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে –
ক. সামান্য অর্থে
খ .আধিক্য অর্থে
গ. পৌনঃপুনিক অর্থে
ঘ. আগ্রহ অর্থে


২৫ . অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ –
ক. ঘোড়ার ডিম
খ.গলায় গামছা
গ. কানে খাটো
ঘ. কানে কলম


২৬. ‘সে সত্য না বলে বিপদে পড়েছে ।’ বাক্যটিকে জটিল বানালে হবে –
ক. সত্য বলো, তাহলে বিপদে পড়বে না ।
খ. যদি বিপদে পড়তে না চাও , তবে সত্য বলো ।
গ. যেহেতু সে সত্য বলেনি , তাই বিপদে পড়েছে ।
ঘ. মিথ্যা বিপদে ত্বরান্বিত করে ।


২৭. ‘হনহন’ কোন ক্রিয়ার জন্য ব্যবহৃত হয় ?
ক. কাঁদা
খ. হাসা
গ. দৌড়ানো
ঘ. হাঁটা


২৮. ‘সাতপাঁচ ভেবে লাভ নেই । ’ এখানে ব্যবহৃত বাগধারাটির অর্থ কী ?
ক. অগ্রপশ্চাৎ
খ. এলোমেলো
গ. সস্তা কথা
ঘ. নানা প্রকার
২৯. হরেক রকম বলে যে –
ক. প্রিয়ংবদা
খ . ছিদ্রান্বেষী
গ. হরবোলা
ঘ. বিবক্ষ
৩০. ‘Footnote’ শব্দের পরিভাষা –
ক. পত্রবাহক
খ. পাদটীকা
গ. পদলেহন
ঘ. পদচিহ্ন
৩১. ‘সৌর ’ শব্দের প্রকিতি প্রত্যয় কী ?
ক. স-র্য + অ
খ. সুর + য
গ. স-র্য +ঔ
ঘ. সুর +ঔ
৩২. কোনটি ব্যতিক্রম ?
ক.শশ
খ . শশী
গ. শশধর
ঘ. শশাঙ্ক
৩৩. Under one‘s breath অর্থ –
ক. নিশ্বাসের নিচে
খ. শেষ নিশ্বাস ত্যাগ
গ. ফিসফিস করা
ঘ. চিৎকার করা


৩৪. ‘এই খানে এসে লুটাইয়া পড়ে নকল রাজমুকুট । ’ এখানে ঘটেছে –
ক.বাহুল্য দোষ
খ. আসত্তির অভাব
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচন্ডালী দোষ


৩৫ . শুদ্ধ শব্দগুচ্ছ –
ক. পৌরহিত্য , সম্মান , জেষ্ঠ্য
খ.ঝঞ্ঝা , নিরিখ , দ্ব্যর্থ
গ. দুর্বিষহ , সম্বোধন , নিরব
ঘ. জৈষ্ঠ , সান্তনা , দৌরত্ব

সবার আগে সকল নতুন চকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিচে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক যাবতীয় তথ্যের জন্য আমাদের কাজীজব.কম এর ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

বিঃ দ্রঃ এই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে,‘‘কোন প্রকার আর্থিক লেনদেন এ জড়িয়ে পড়বেন না” অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আমাদের পোস্টের নিচে জাতীয় দৈনিক পত্রিকার সূত্র বা সরকারি প্রতিষ্ঠান এর সূত্র উল্লেখ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আর সেই সূত্র মোতাবেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা জাতীয় পত্রিকার সাইটে গিয়ে তাদের হেল্পলাইনে সহায়তা নিন। কাজীজব.কম কর্তৃপক্ষ আপনার কোন প্রকার সমস্যার জন্য দায়ী থাকবে না।

0 Comments

Leave a Reply

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোডঃ আসন্ন সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী আপনি সবার আগে www.kazijob.com ওয়েবসাইটে পাবেন। প্রিয় সরকারি চাকরি প্রার্থী প্রতিনিয়ত নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, সরকারি অনেক...

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিক বাংলা সাহিত্যিকদের ছদ্মনামঃ বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। বাংলা ভাষা বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক...

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিক বিখ্যাত কবি সাহিত্যিকদের নামঃ বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম দিয়ে লেখার প্রচলন বহু পুরোনো। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের নাম এখানে তালিকা আকারে দেওয়া হলো । বাংলা সাহিত্যের এই বিষয়গুলো অনেকের অজানা রয়েই যায় । বাংলা সাহিত্যের...

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি...

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক চাকরির ডাকঃ প্রিয় চাকরিপ্রার্থী Chakrir Khobor ২৩ ডিসেম্বর ২০২২ প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা Pdf এ কাজী জব এর পক্ষ থেকে স্বাগতম। আপনাকে চাকরির দোরগোড়ায় পৌছে দিতে চাকরির খবর পত্রিকা অনেক হেল্প করবে। মাত্র ৫ টাকা মূল্যের সাদা পেপারে কালো...

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির সার্কুলার ২০২৩ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি চাকরির...

POPI NGO Job Circular 2023

POPI NGO Job Circular 2023

পপি এনজিওতে চাকরির সুযোগ ২০২৩ POPI NGO Job Circular 2023: গণমুখী কর্মসূচি বাস্তবায়নের সংক্ষিপ্ত নাম পপি। গণমুখী কর্মসূচি বাস্তবায়ন পপি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। কাজের প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এছাড়াও, আপনি...

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।আপনারা অনেকেই আছেন যারা ব্যাংকের চাকরি প্রচন্ড পছন্দ করেন। তাদের জন্য এটি সুখবর হতে পারে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে...

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: সম্প্রতি বাংলাদেশ কাস্টমস ১৭৭ পদে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কাস্টমস জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে...