চাকরির প্রস্তুতি বাংলাঃ প্রিয় চাকরিপ্রার্থী www.kazijob.com এর পক্ষ থেকে স্বাগতম। বাংলা সাহিত্য ও ব্যাকরণ উল্লেখযোগ্য কবি- সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। গল্প, কবিতা বা উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে। ব্যাকরণ অংশে শব্দ, পদ, কারক- বিভক্তি, প্রকৃতি- প্রত্যয়, সন্ধি, সমাস, শুদ্ধ বানান পড়তে হবে। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ অধিকারী জানান, সন্ধি, সমাস, কারক থেকে প্রতিবছরই প্রশ্ন থাকে, এগুলো প্রশ্নে একপলক দেখামাত্রই যেন উত্তর করা যায় সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ের পাঠ এবং উদাহরণ শিখতে পারলে ভালো হয়।
পরীক্ষা | চাকরির পরীক্ষা প্রস্তুতি |
প্রস্তুতির বিষয় | বাংলা সাহিত্য ও ব্যাকরণ |
পরীক্ষার ধরণ | বিসিএস প্রস্তুতি |
ওয়েবসাইট | www.kazijob.com |
চাকরির প্রস্তুতি – বাংলা সাহিত্য ও ব্যাকরণ
- বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে?
A. মিশ্র ভাষা B. সাধু ভাষা C. চলিত ভাষা D. উপভাষা উত্তরঃ D. - নিত্য মূর্ধন্য ষ নিচের কোন শব্দে বিদ্যমান?
A. কাষ্ঠ B. কল্যাণীয়েষু C. পরিষদ D. আষাঢ় উত্তরঃ D. - কোন বানানটি শুদ্ধ?
A. নিশীথ B. নিশিথ C. নীশিথ D. নীশীথ উত্তরঃ A. - বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
A. শব্দ B. কারক C. পদ D. ক্রিয়াপদ উত্তরঃ C. - ‘রাত্রি’–এর সমার্থক শব্দ নয় কোনটি?
A. শর্বরী B. রজনী C. যামিনী D. বারিদ উত্তরঃ D. - ‘সৌম্য’–এর বিপরীত শব্দ কোনটি?
A. উদ্ধত B. কঠিন C. শান্ত D. উগ্র উত্তরঃ D. - যেসব শব্দের ব্যুত্পত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে কী বলে?
A. মৌলিক শব্দ B. যৌগিক শব্দ C. রূঢ়ি শব্দ D. যোগরূঢ় শব্দ উত্তরঃ B. - ‘যে নারী প্রিয় কথা বলে’—এককথায় কী হবে?
A. সুহাসিনী B. সুবক্তা C. প্রিয়ংবদা D. শ্রীমতী উত্তরঃ C. - ‘অন্নপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
A. কাক B. কোকিল C. ময়না D. কবুতর উত্তরঃ B. - ‘চকলেট’ কোন দেশের শব্দ?
A. অস্ট্রেলিয়া B. ইতালি C. জার্মানি D. মেক্সিকো উত্তরঃ D. - ‘জ্ঞ’ যুক্তবর্ণ কীভাবে গঠিত?
A. ঙ+গ B. গ+ঙ C. জ+ঞ D. ঞ+জ উত্তরঃ C. - ‘অলস’–এর বিশেষ্য পদ কোনটি?
A. অলসতা B. আলস্য C. আলসে D. আলসেমী উত্তরঃ A+B - কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
A. বিষের বাঁশি B. বন্দীর বন্দনা C. সন্দ্বীপের চর D. রূপসী বাংলা উত্তরঃ A. - ‘একাত্তরের ডায়েরি’ গ্রন্থের রচয়িতা কে?
A. জাহানারা ইমাম B. স্বদেশ রায় C. শেখ মুজিবুর রহমান D. সুফিয়া কামাল উত্তরঃ D. - ‘চাচাকাহিনি’গ্রন্থের লেখক কে?
A. সৈয়দ মুজতবা আলী B. সৈয়দ শামসুল হক C. শওকত ওসমান D. ফররুখ আহমদ উত্তরঃ A
সংগ্রহীতঃ প্রথম আলো
0 Comments