ঢাকার ওয়েব সিরিজে ঝুঁকছেন ভারতীয় দর্শকেরা

by | Aug 24, 2022 | অন্যান্য

ঢাকার ওয়েব সিরিজে ঝুঁকছেন ভারতীয় দর্শকেরা

ঢাকার ওয়েব সিরিজে ঝুঁকছেন ভারতীয় দর্শকেরা:

‘বাংলাদেশের অন্তত দুটি ওয়েব সিরিজ দেখেনি, এমন লোক আমার পরিচিত মহলে নেই বললেই চলে।’ বলছিলেন কলকাতার বাসিন্দা অভিজিৎ রায়চৌধুরী। বাংলাদেশের ওয়েব সিরিজের একজন পাঁড় ভক্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার সিরিজের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপকালে অভিজিৎ জানালেন, নির্মাতা অমিতাভ রেজার ঢাকা মেট্রো দেখার পর থেকে ঢাকার ওয়েব সিরিজ নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি।


ভারতীয় দর্শকেরা বলছেন, ঢাকার ‘তাকদীর’, ‘মহানগর’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’, ‘ঊনলৌকিক’, ‘শাটিকাপ’, ‘পেট কাটা ষ’ ও ‘কারাগার’ পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তরুণদের মধ্যে আলোচনায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার সিরিজ নিয়ে লেখালেখিও হচ্ছে বিস্তর। কলকাতার সিরিজের চেয়েও ঢাকার সিরিজকে এগিয়ে রাখছেন দর্শকদের কেউ কেউ।

ঢাকার টিভি নাটকের সঙ্গে ভারতীয় দর্শকদের সম্পর্ক বেশ পুরোনো। পাঁচ দশক আগে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের দর্শকেরা বাংলাদেশ টেলিভশনে প্রচারিত ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’ ও ‘সংশপ্তক’-এর মতো ধারাবাহিক দেখার জন্য মুখিয়ে থাকতেন। অ্যান্টেনা ঘুরিয়ে ঝিরঝিরে টিভির সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে উন্মুখ হয়ে বসে থাকতেন দর্শকেরা।

ওয়েব সিরিজে ভারতীয় দর্শকেরা

মাঝে তাতে খানিকটা ভাটা পড়েছিল, ইউটিউবের যুগে এসে ঢাকার টিভি নাটক আরও জনপ্রিয় হতে থাকে ভারতে। সেই পালে নতুন হাওয়ার সঞ্চার করেছে ওয়েব সিরিজ। ওটিটির যুগে বাংলাদেশের যাত্রা খুব বেশি দিনের নয়, আগে ওয়েব সিরিজের জন্য নেটফ্লিক্সের পর্দায় চোখ রাখতে হতো দর্শকদের। এখন হইচই, চরকিতেই ঢাকার ওয়েব সিরিজের দেখা মেলে।

‘তাকদীর’ মুক্তির পর ঢাকার ওয়েব সিরিজে রীতিমতো ঝড় উঠেছিল, সেই ঝড়ের হাওয়া ভারতেও লেগেছিল। ভারতীয় তরুণদের মধ্যে ঢাকার ওয়েব সিরিজের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। মোবাইলের স্ক্রিন ছাপিয়ে পশ্চিমবঙ্গ, আসামের শহর কিংবা গ্রামের চায়ের আড্ডায়ও ঢুকে পড়েছে হইচই ও চরকির ‘মহানগর’, ‘কাইজার’, ‘পেট কাটা ষ’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।
মহানগর দেখে নির্মাতা আশফাক নিপুণকে ফোন করেছিলেন ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টুইট করে নির্মাতা ও সিরিজের অভিনেতা মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ঢাকা শহরের গল্পে নির্মিত সিরিজটি কলকাতার দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, তা কল্পনাও করেননি আশফাক নিপুণ।

আশফাক নিপুণ প্রথম আলোকে বলেন, ‘যে কারণেই হোক, আমাদের ছবি দেশের বাইরে যায় না। ‘মহানগর’-এর মতো বড় বাজেটে সাহসী গল্পের কাজ টিভিতেও করতে পারি না। যে কারণে গ্লোবাল অডিয়েন্সকে দেখাতে পারিনি। সিরিজটি প্রচারের পর ভারত থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। তাকদীর ও মহানগর দিয়ে বাংলাদেশের সিরিজের সঙ্গে পরিচিতি ঘটেছে ভারতীয় দর্শকদের। পরবর্তী সময়ে বেশ কয়েকটি কাজ তাঁদের ধরে রেখেছে।’

Indian viewers on web series

চরকির ‘সিন্ডিকেট’, ‘ঊনলৌকিক’, ‘শাটিকাপ’, ‘পেট কাটা ষ’ নিয়ে আলোচনা চলছে ভারতে, ‘পেট কাটা ষ’ দেখে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদোয়ান রনিকে কাজটির প্রশংসা করেছিলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। রেদোয়ান রনির ভাষ্যে, ‘ঊনলৌকিক প্রচারের পর কলকাতা থেকে দারুণ সাড়া পেয়েছিলেন তাঁরা। দর্শকদের বাইরে নির্মাতা, শিল্পী-কলাকুশলীরাও চরকির কনটেন্টের প্রশংসা করেছেন। পেট কাটা ষ প্রচারের পর ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি আমাকে ফোন করে বলেছেন, অসাধারণ কাজ হয়েছে। ‘সিন্ডিকেট’ নিয়েও ভারতে বেশ আলোচনা হয়েছে।’
মেসেঞ্জার, হোয়াটসআপে যোগাযোগ করা হয় বেশ কয়েকজন ভারতীয় দর্শকের সঙ্গে।

ঢাকার ওয়েব সিরিজ কেন পছন্দ করছেন? এমন প্রশ্নের জবাবে ভারতীয় দর্শকেরা বলছেন, ঢাকার সিরিজগুলো দর্শকদের আগ্রহ ধরে রেখে পর্দার সামনে বসিয়ে রাখতে পারছে আর গল্পগুলো আশপাশ থেকে নেওয়া। ফলে সিরিজের গল্পের সঙ্গে দর্শকেরা সহজেই ‘রিলেট’ করতে পারছে।

ভারতীয় দর্শক অভিজিৎ রায় চৌধুরীর ভাষ্যে, ‘কারাগার সিরিজের কথায় বলি, শেষ হওয়ার পাঁচ মিনিট আগেও ধরতে পারিনি কী হতে চলেছে। দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে বসিয়ে রেখেছে। কলকাতার ওয়েব সিরিজগুলো দর্শকদের এভাবে বসিয়ে রাখতে পারছে না। কলকাতার গল্পগুলো নিজেদের রুটের বাইরে চলে যাচ্ছে। গল্পগুলো আশপাশে দেখতে পাই না। কিন্তু বাংলাদেশের সিরিজের গল্পগুলোর সঙ্গে আমি খুব সুন্দরভাবে রিলেট করতে পারছি, চরিত্রগুলো আমাদের আশপাশে পাওয়া যায়।’

অমিয় চট্টোপাধ্যায় নামে কলকাতার আরেক দর্শক বলেছেন, কলকাতার সিরিজের তুলনায় বাংলাদেশের সিরিজ অনেক এগিয়ে আছে। কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড স্কোরসহ যাবতীয় পোস্টপ্রোডাকশনের কাজে এগিয়ে গেছে বাংলাদেশ।


ভারতীয় দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশোসহ অনেকেই আছেন। সদ্য মুক্তি পাওয়া কারাগার সিরিজে দারুণ অভিনয় করে আলোচনায় থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঢাকার ওয়েব সিরিজের মূল শক্তি মৌলিক গল্প; সঙ্গে আন্তর্জাতিক মানের নির্মাণ একে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। তাকদীর, কারাগার অভিনেতা বলেন, ‘তাকদীর’ দিয়ে শুরু হওয়ার পর যে কটি ভালো কাজ গেছে, সবই আমাদের গল্পের ওয়েব সিরিজ ছিল। যেগুলো কলকাতায়ও জনপ্রিয়তা পেয়েছে।

Indian viewers on web series
Indian viewers on web series

মোস্তফা সরয়ার ফারুকীর লেডিস অ্যান্ড জেন্টলম্যান সিরিজে তাসনিয়া ফারিণকে আবিষ্কার করেছেন ভারতীয় নির্মাতা অতনু ঘোষ। তাঁর পরিচালনায় টালিগঞ্জের আরও এক পৃথিবী সিনেমায় অভিনয় করছেন ফারিণ। ‘ময়ূরাক্ষী’, ‘বিনি সুতোয়’ সিনেমার নির্মাতা অতনু ঘোষ প্রথম আলোকে বলেন, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান সিরিজে ফারিণকে দেখে ভালো লাগায় তাঁকে নিয়ে সিনেমাটি করছি।’

সবার আগে সকল নতুন চকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিচে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক যাবতীয় তথ্যের জন্য আমাদের কাজীজব.কম এর ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

বিঃ দ্রঃ এই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে,‘‘কোন প্রকার আর্থিক লেনদেন এ জড়িয়ে পড়বেন না” অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আমাদের পোস্টের নিচে জাতীয় দৈনিক পত্রিকার সূত্র বা সরকারি প্রতিষ্ঠান এর সূত্র উল্লেখ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আর সেই সূত্র মোতাবেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা জাতীয় পত্রিকার সাইটে গিয়ে তাদের হেল্পলাইনে সহায়তা নিন। কাজীজব.কম কর্তৃপক্ষ আপনার কোন প্রকার সমস্যার জন্য দায়ী থাকবে না।

0 Comments

Leave a Reply

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোডঃ আসন্ন সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী আপনি সবার আগে www.kazijob.com ওয়েবসাইটে পাবেন। প্রিয় সরকারি চাকরি প্রার্থী প্রতিনিয়ত নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, সরকারি অনেক...

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিক বাংলা সাহিত্যিকদের ছদ্মনামঃ বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। বাংলা ভাষা বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক...

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিক বিখ্যাত কবি সাহিত্যিকদের নামঃ বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম দিয়ে লেখার প্রচলন বহু পুরোনো। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের নাম এখানে তালিকা আকারে দেওয়া হলো । বাংলা সাহিত্যের এই বিষয়গুলো অনেকের অজানা রয়েই যায় । বাংলা সাহিত্যের...

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি...

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক চাকরির ডাকঃ প্রিয় চাকরিপ্রার্থী Chakrir Khobor ২৩ ডিসেম্বর ২০২২ প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা Pdf এ কাজী জব এর পক্ষ থেকে স্বাগতম। আপনাকে চাকরির দোরগোড়ায় পৌছে দিতে চাকরির খবর পত্রিকা অনেক হেল্প করবে। মাত্র ৫ টাকা মূল্যের সাদা পেপারে কালো...

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির সার্কুলার ২০২৩ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি চাকরির...

POPI NGO Job Circular 2023

POPI NGO Job Circular 2023

পপি এনজিওতে চাকরির সুযোগ ২০২৩ POPI NGO Job Circular 2023: গণমুখী কর্মসূচি বাস্তবায়নের সংক্ষিপ্ত নাম পপি। গণমুখী কর্মসূচি বাস্তবায়ন পপি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। কাজের প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এছাড়াও, আপনি...

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।আপনারা অনেকেই আছেন যারা ব্যাংকের চাকরি প্রচন্ড পছন্দ করেন। তাদের জন্য এটি সুখবর হতে পারে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে...

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: সম্প্রতি বাংলাদেশ কাস্টমস ১৭৭ পদে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কাস্টমস জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে...