বিষয়: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ২০২১ সালের এইচএসসি (বিএম/ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাত্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে আ্যাসাইনমেন্ট সংক্রান্ত ।
এইচএসসি বিএম এ্যাসাইনমেন্ট পরীক্ষা – ২০২১
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, চলমান কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সংগত করণে শিক্ষাবর্ষের পাঠ্যসূচি পূর্না্গরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি। সে প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সহযেগিতায় ২০২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিষয় ও ট্রেড ভিত্তিক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত পুনরবিন্যান্ত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে ইত:পূর্বে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ৩টি বিষয়
এইচএসসি বিএম | এসাইনমেন্ট উত্তর |
শ্রেণি | একাদশ (বিএম) |
৩টি বিষয় | হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১, কম্পিউটার প্রোগ্রামিং-১ |
HSC BM Assignment | Exam 2021 |
Assignment Site | www.kazijob.com |
শিক্ষার্থী মূল্যায়নের জন্য এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ৩টি বিষয়: হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১, কম্পিউটার প্রোগ্রামিং-১
হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ -১ ( ১৮১৫ ) এইচএসসি ( বিএম ) এসাইনমেন্ট উত্তর |
অধ্যায় ১ হিসাব বিজ্ঞানের ভূমিকা
অধ্যায় ২ লেনদেন ও হিসাব সমীকরণ
অধ্যায় ৩ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া
১. হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও? |
উত্তর দেখতে ভিজিট করুন |
২. “ সকল লেনদেনই ঘটনা , কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ” উদাহরন দাও? |
উত্তর দেখতে ভিজিট করুন |
৩। হিসাবে প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণী প্রস্তুত প্রনালী গুলো আলোচনা কর? |
উত্তর দেখতে ভিজিট করুন |
৪. জুনাব মাসুম নগদ ৫০,০০০ টাকা , ব্যাংক জমা ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার সঠিকতা যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১ লা জুলাই তারিখে বাকা আরম্ভ করল । উক্ত মাসে তার # সঠিক সিদ্ধান্ত ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল । জুলাই ২ কমিশন প্রাপ্তি ১,৭০০ টাকা । জুলাই ৪ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ৫,০০০ টাকা । ৮ জুলাই কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১৫ , 00 জুলাই ২২ অফিসের প্রয়োজনে কাগজ , কালি ও পেন্সিল ক্রয় ৪০০ টাকা । জুলাই ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ১০০ টাকা । জুলাই ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ২,৫০০ টাকা । করণীয় কাজ: ও সাথী এন্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচযাই কর? |
উত্তর দেখতে ভিজিট করুন |
৫. সাথী এন্ড সন্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্ধত্তসমূহ নিম্নরূপ: |
মূলধন ২,৫০,০০০ টাকা , উত্তোলন ২০,০০০ টাকা , দেনাদারবৃন্দ ৮১,০০০ টাকা , পাওনাদারবৃন্দ ৫০,০০০ টাকা , ক্রয় ১,৭০,০০০ টাকা , বিক্রয় ৩,৫০,০০০ টাকা , মজুদ পথ ( ১.১.২০২০ ) ৩০,০০০ টাকা , বলক ও যন্ত্রপাতি ৩,৫০,০০০ টাকা , হাতে নগদ ৫০,০০০ টাকা , ‘ ডাক ও তার ৫,০০০ টাকা , বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা , ভ্যাট চলতি । হিসাব ৫০,০০০ টাকা , আয়কর ৩০,০০০ টাকা , উপ ভাড়া ৪৫,০০০ টাকা , প্রভিডেন্ট ফান্ড ৭৫,০০০ টাকা , আইন পরচ ৬,০০০ টাকা , রপ্তানি ল ১৮,০০০ টাকা , শিক্ষানবিশ সেলামী ১৫,০০০ টাকা , পেটি কাশ রচ ৩,০০০ টাকা , অবচয় ১৫,০০০ টাকা । |
করণীয়: সাথী এন্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচাই কর? |
উত্তর দেখতে ভিজিট করুন |
HSC BM Assignment Answer 2021
৬. নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলাে অবলম্বন করে একখানি তিনঘরা নগদান বই | তৈরি কর । হিসাবকাল ২০২০ ইং জানুঃ ১ , হাতে নাদান ৪০,০০০ টাকা ও ব্যাংক ব্যালেন্স ( ক্রেডিট ) ১,০০০ টাকা । জানুঃ ৪ , ৬০০ টাকার একটি প্রদেয়বিল যথা সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশােধ করা হল । জানু ৬ , ব্যাংক হতে উত্তোলিত ১,০০০ টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হল । জানু ৮ , আবুলের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকার একটি বিল ৫ % হারে ব্যাংকের নিকট টুকরন করে ব্যাংকে জমা রাখা হয় । জানুঃ ১০ , জালালের পাওনা ৬০০ টাকা ৫ % বহ্রিয় চেকের মাধ্যমে পরিশােধ করা হল । জানুঃ ১২ , অফিসের প্রয়ােজনে ব্যাংক হতে ২,০০০ টাকা উত্তোলন করা হল । জানঃ ১৫ , আবুলের বিলটি প্রত্যাখাত হওয়ায় ব্যাংক ফেরত পাঠায় । জানুঃ ১৯ , নগদ বিত্র ৭.০০০ টাকা ( বাদ বাট্রা ৪ % ) । জানুঃ ২১ পিয়াসের নিকট হতে ৫,০০০ টাকার মাল ৫ % কারবারী বাট্রায় ক্রয় করা হল । জানুঃ ২৩ , নগদে ক্র্য ২০,০০০ টাকা । |
0 Comments