নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে জেএসএস সার্ভিসেস লিমিটেডে ০৪টি পদে ৮৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগ
চাকরির ধরণ | চুক্তিভিত্তিক |
প্রতিষ্ঠানের নাম | নির্বাচন কমিশন সচিবালয় |
মোট পদ | ৪ টি |
মোট জনবল নিয়োগ | ৮৯৫ |
আবেদনের শেষ সময় | ০৩ অক্টোবর ২০২১ |
আবেদন প্রক্রিয়া | jsssl.net/job |
ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (ফিল্ড অফিস সমূহ ) এন সি এস-৩
- জেলা: ঢাকা, ফরিদপুর
- পদের সংখ্যা: ১৬৯
কাজের বিবরণ
সংশ্লিষ্ট উপজেলা / থানা নির্বাচন অফিসারের অধীনে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজারের তত্বাবধানে থেকে কার্যক্রম সম্পাদন করবেন l
জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন ও স্থানান্তর সংক্রান্ত সকল আবেদন গ্রহণকরা l
সকল প্রকার ডাটা এন্ট্রি করা l
সেবাগ্রহীতা নাগরিককে তার চাহিত সেবা / আবেদনের অসম্পূর্ণতা বিনয়ের সাথে ব্যাখ্যা করবেন এবং আবেদন সম্পূর্ণ করণে সহায়তা প্রদান করবেন l
সেবাগ্রহীতা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাত চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতিক্রমে তার ব্যবস্থা নিবেন l
হারানো কার্ডের আবেদন আপলোড করা ও কার্ড বিতরণ করা l ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোন কাজ উর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী সম্পাদন করবেন l ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোন ধরণের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন l সংশ্লিষ্ট শাখার আইসিটি ইকুইপমেন্ট ইনস্টলেশন, রক্ষণাবেক্ষন নিশ্চিত করবেন l ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোনো কাজ নির্দেশনা অনুযায়ী সম্পাদন করবেন l চিঠিপত্র টাইপকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান l দেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে l
যোগ্যতা
নূন্যতম এইচ এস সি বা সমমান পাস হতে হবে l যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে l
নির্বাচন কমিশনের প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে l
নির্দেশনা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশনাবলী ভালভাবে পড়ে, বুঝে অত্যন্ত সতর্কতার সাথে ফরম পূরণ করতে হবে।
অনলাইনে ফরম পুরনের নির্দেশনাবলীঃ
সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করতে হবে।
ছবি ( 300X300 pixel) এবং স্বাক্ষরের ( 300×80 pixel) JPEG ফরম্যাট এ আপলোড করতে হবে।
জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
Educational Qualification এর ঘরে (+) চিহ্নে ক্লিক করে এস এস সি, এইচ এস সি, কম্পিউটার ডিপ্লোমা এর তথ্য পূরণ করতে হবে।
CV upload এর সময় এস এস সি, এইচ এস সি, কম্পিউটার ডিপ্লোমা এবং অভিজ্ঞতার সনদসমূহ PDF আকারে একত্রে upload করতে হবে।
কোনরুপ ভূল তথ্য প্রদান করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর Save বাটন এ ক্লিক করুন l
পরবর্তী নির্দেশনাবলী:
প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।
পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের সময়সীমা আগামী ০৩-১০-২০২১ ইং তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত।
ডাটা এন্ট্রি অপারেটর (ফিল্ড অফিস সমূহ ) এন সি এস-৫ নিয়োগ
- জেলা: সিলেট, ময়মনসিংহ
- পদের সংখ্যা: ২০৯
কাজের বিবরণ
সংশ্লিষ্ট উপজেলা / থানা নির্বাচন অফিসারের অধীনে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজারের তত্বাবধানে থেকে কার্যক্রম সম্পাদন করবেন।
জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন ও স্থানান্তর সংক্রান্ত সকল আবেদন গ্রহণকরা সকল প্রকার ডাটা এন্ট্রি করা।
সেবাগ্রহীতা নাগরিককে তার চাহিত সেবা / আবেদনের অসম্পূর্ণতা বিনয়ের সাথে ব্যাখ্যা করবেন এবং আবেদন সম্পূর্ণ করণে সহায়তা প্রদান করবেন।
সেবাগ্রহীতা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাত চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতিক্রমে তার ব্যবস্থা নিবেন।
হারানো কার্ডের আবেদন আপলোড করা ও কার্ড বিতরণ করা।
ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোন কাজ উর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী সম্পাদন করবেন।
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোন ধরণের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।
সংশ্লিষ্ট শাখার আইসিটি ইকুইপমেন্ট ইনস্টলেশন, রক্ষণাবেক্ষন নিশ্চিত করবেন।
ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোনো কাজ নির্দেশনা অনুযায়ী সম্পাদন করবেন।
চিঠিপত্র টাইপকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান।
দেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যোগ্যতা
নূন্যতম এইচ এস সি বা সমমান পাস হতে হবে
যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে
নির্বাচন কমিশনের প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে
নির্দেশনা
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশনাবলী ভালভাবে পড়ে, বুঝে অত্যন্ত সতর্কতার সাথে ফরম পূরণ করতে হবে।
অনলাইনে ফরম পুরনের নির্দেশনাবলীঃ
সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করতে হবে।
ছবি ( 300X300 pixel) এবং স্বাক্ষরের ( 300×80 pixel) JPEG ফরম্যাট এ আপলোড করতে হবে।
জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
Educational Qualification এর ঘরে (+) চিহ্নে ক্লিক করে এস এস সি, এইচ এস সি, কম্পিউটার ডিপ্লোমা এর তথ্য পূরণ করতে হবে।
CV upload এর সময় এস এস সি, এইচ এস সি, কম্পিউটার ডিপ্লোমা এবং অভিজ্ঞতার সনদসমূহ PDF আকারে একত্রে upload করতে হবে।
কোনরুপ ভূল তথ্য প্রদান করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর Save বাটন এ ক্লিক করুন
পরবর্তী নির্দেশনাবলী:
প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।
পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনের সময়সীমা আগামী ০৩-১০-২০২১ ইং তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত।

ডাটা এন্ট্রি অপারেটর (প্রজেক্ট অফিস ,পার্সোনালাইজেশন সেন্টার এবং এনআইডি উইং অপারেশনস) -এন সি এস-৮
প্রকল্প কার্যালয়
পদের সংখ্যা: ২৯৪ (ডাটা এন্ট্রি অপারেটর)
ড্রাইভার (প্রজেক্ট অফিস ,পার্সোনালাইজেশন সেন্টার এবং এনআইডি উইং অপারেশনস) -এন সি এস-৮ প্রকল্প কার্যালয়
পদের সংখ্যা: ১৫ (ড্রাইভার )
0 Comments