যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২১-২০২২ সেশনে বিভিন্ন বিষয় ভর্তি বিজ্ঞপ্তিঃ ২০২১-২০২২ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি (ওয়েব ডিজাইন, ফ্রি ল্যান্সিং/আউট সোসিং, মৎস্য চাষ, ইয়ুথ কিচেন, গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি”) বিষয়ক প্রশিক্ষণ শুরু। প্রতিদিন প্রশিক্ষণ গ্রহনকালে ১০০ একশত টাকা করে প্রদান করবে স্ব-স্ব জেলার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মহাদয়।
দেশের ১৮-৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন। অধিদপ্তর এর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহবান করা যাচ্ছে।
যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২১-২০২২ সেশনে বিভিন্ন বিষয় ভর্তি বিজ্ঞপ্তি
Dyd training circular: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের বেকার যুবক ও যুবনারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু – আজই আবেদন শেষ করুন।
সরকারি প্রশিক্ষণ | যুব উন্নয়ন প্রশিক্ষণ |
সার্টিফিকেট | সরকারি |
মোট কোর্স সংখ্যা | ০৫ পাচঁ টি প্রশিক্ষণ |
প্রশিক্ষণ ভাতা | দৈনিক ১০০/- টাকা |
ওয়েবসাইট | www.dyd.gov.bd |
যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমূহ
মোট ০৫ টি প্রশিক্ষণ কোর্স রয়েছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তবে সকল কোর্স সকল জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কার্যলয়ে নাই। পাঁচটি ট্রেড কোর্সে প্রতিদিন একজন প্রশিক্ষণ প্রার্থীর ভাতা কত? কোর্স ফি কত? সময়কাল সকল তথ্য নিচে বিস্তারিত দেওয়া রয়েছে দেখুনঃ
কোর্সের নামঃ ওয়েব ডিজাইন
মেয়াদঃ ০২ মাস (০১ ডিসেম্বর, ২০২১ হতে ৩০ জানুয়ারী, ২০২১)
কোর্স ফিঃ ৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি পাস
প্রশিক্ষণ ভাতাঃ ১০০/- টাকা (দৈনিক)
সাক্ষাৎকারের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২১, স্ব-স্ব জেলা প্রশিক্ষণ কার্যালয়।
মোট প্রশিক্ষণ কেন্দ্রঃ ১১ টি।
কোর্সের নামঃ ফ্রি ল্যান্সিং/আউট সোর্সিং
মেয়াদঃ ০১ মাস (০১ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর, ২০২১)
কোর্স ফিঃ ৫০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি পাস
প্রশিক্ষণ ভাতাঃ ১০০/- টাকা (দৈনিক)
সাক্ষাৎকারের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২১, স্ব-স্ব জেলা প্রশিক্ষণ কার্যালয়।
মোট প্রশিক্ষণ কেন্দ্রঃ ৫৯ টি।
কোর্সের নামঃ মৎস চাষ
মেয়াদঃ ০১ মাস (০১ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর, ২০২১)
কোর্স ফিঃ ৫০/- টাকা মাত্র
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
প্রশিক্ষণ ভাতাঃ ১০০/- টাকা (দৈনিক)
সাক্ষাৎকারের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২১, স্ব-স্ব জেলা প্রশিক্ষণ কার্যালয়।
মোট প্রশিক্ষণ কেন্দ্রঃ ৪৪ টি।
কোর্সের নামঃ ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক)
মেয়াদঃ ০১ মাস (০১ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর, ২০২১)
কোর্স ফিঃ ১০০/- টাকা মাত্র
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
প্রশিক্ষণ ভাতাঃ ১০০/- টাকা (দৈনিক)
সাক্ষাৎকারের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২১, স্ব-স্ব জেলা প্রশিক্ষণ কার্যালয়।
মোট প্রশিক্ষণ কেন্দ্রঃ ২১ টি।
কোর্সের নামঃ গবাদিপশু, হাঁস-মুরগী পালন চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (আবাসিক)
মেয়াদঃ ০৩ মাস (১৬ ডিসেম্বর হতে ১৫ ফেব্রুয়ারী, ২০২২)
কোর্স ফিঃ উল্লেখ নাই
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাস
প্রশিক্ষণ ভাতাঃ ১০০/- টাকা (দৈনিক)
সাক্ষাৎকারের শেষ সময়ঃ ২৮ নভেম্বর ২০২১, স্ব-স্ব জেলা প্রশিক্ষণ কার্যালয়।
মোট প্রশিক্ষণ কেন্দ্রঃ ৩১ টি।
প্রতি কেন্দ্রে আসন সংখ্যাঃ ৬০ জন করে
dyd training circular 2021



কি ভাবে যুব উন্নয়ন প্রশিক্ষণ আবেদন/দরখাস্ত করবেন ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি
১-৪নং ক্রমিকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২১খ্রি. এবং প্রশিক্ষণ শুরু ০১ ডিসেম্বর,২০২১খ্রি.।
৫নং ক্রমিকে বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর, ২০২১খ্রি. এবং প্রশিক্ষণ শুরু ১৬ নভেম্বর, ২০২১খ্রি.।
বর্ণিত কোর্সেট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বৎসর এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযােদ্ধা পরিবারের পােষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য। যুব সংগঠন কর্তৃক মনােনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। স্বহস্থে পূরণকৃত আবেদন ফর্ম
(০১) নাম (বাংলা ও ইংরেজী)
(০২) পিতার নাম
(০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী)
(০৪) জন্ম তারিখ
(০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স
(০৬) জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর (যদি থাকে) অথবা জন্ম সনদপত্র,
(০৭) বর্তমান ঠিকানা,
(০৮) স্থায়ী ঠিকানা
(০৯) শিক্ষাগত যােগ্যতা
(১০) ধর্ম
(১১) জেন্ডার/লিঙ্গ
(১২) মােবাইল নম্বর (যদি থাকে)
(১৩) বিকল্প যােগাযােগ নম্বর
(১৪) ইতঃপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে)security monitor pro 5.46 serial number
(১৫) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং
(১৬) ভতিষ্যত পরিকল্পনা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।
আবেদন ফরম যুব উন্নয়ন প্রশিক্ষণ
নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের www.dyd.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে অথবা স্ব-স্ব উপপরিচালক/কো-অর্ডিনেটর। ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র। জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র প্রয়োজন
(ক) শিক্ষাগত যােগ্যতা সনদপত্রের ছায়ালিপি
(খ)জাতীয় পরিচয়পত্র(যদি থাকে) অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনােনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা ০২ কপি। পাসপাের্ট সাইজের ছবি সংগে আনতে হবে। দলিত (সুইপার, ঋষি, ডােম) যুবদের জন্য ৪% কোটা এবং প্রতিবন্ধি, অটিস্টিক ও হিজড়াদের জন্য ৫% কোটা সংরক্ষণসহ কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযােগ রয়েছে।
সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বাের্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনাে প্রকার টি,এ/ডিএ দেয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বাের্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে মােবাইল নম্বর, Facebook আইডি, Whats app no ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে দিতে হবে।
আজকের চাকরির খবর দেখুন
0 Comments