চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃকেএকাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় সময় বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার প্রকাশ করে থাকে। বাংলাদেশের জনপ্রিয় চট্টগ্রাম বন্দরে যারা চাকুরি করতে চান তাদের জন্য এটি একটি সুযােগ হতে পারে। Chittagong Port Authority jobs বেকারত্ব রােধে খুব গুরুত্ব দিয়ে যাচ্ছে। এটি বেকার ও যােগ্য চাকরি প্রার্থীরা এই সুযােগটি নিতে পারেন।
চট্টগ্রাম সামুদ্রিক বন্দর কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ৯ ধারা মােতাবেক জাতীয় রাজস্ব বাের্ড কতৃর্ক একটি শুল্ক বন্দর হিসাবে ঘােষিত। এটি আমদানী ও রপ্তানীর জন্য একটি সরকারী রুট।চট্টগ্রাম বন্দরের সমুদ্র সীমা হলাে পতেঙ্গা সংকেত কেন্দ্র থেকে সমুদ্রাভিমুখে সাড়ে ৫ মাইল। আর কর্ণফুলী নদীর মােহনা থেকে উজানে হালদা নদীর মােহনা অবধি ২৩ মাইল এলাকা চট্টগ্রাম বন্দর এর অধিকারভুক্ত এলাকা। সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট www.kazijob.com ভিজিট করতে পারেন। আপনি যদি এই চাকুরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। Chittagong Port Authority Job Circular 2021 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়ােগ বিজ্ঞপ্তি
অনলাইনে নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত ইমেইলে যোগাযোগ করুনঃ hr@cpa.gov.bd, তথ্যে কোন ভুল-ভ্রান্তি থাকলে আবেদনের সময়সীমা পর্যন্ত যে কোন পদে পুনরায় আবেদন করা যাবে।
প্রতিটি পদের জন্য আলাদা লিংক দেওয়া হলো:
চাকরির ধরণ | সরকারি চাকরি |
প্রতিষ্ঠানের নাম | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০ সেপ্টেম্বর ২০২১ |
ওয়েবসাইট | www.cpa.gov.bd/ |
পদের নামসমূহ | পদ সংখ্যা | সার্কুলার দেখুন | অনলাইনে আবেদনের লিংক |
মেডিক্যাল অফিসার | ০২ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
মহিলা স্বাস্থ্য পরিদর্শিকা | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
ল্যাব এসিস্ট্যান্ট | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
ওয়ার্ড কীপার | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
উপ সহকারী ম্যালেরিয়া পরিদর্শক | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
মহিলা স্বাস্থ্য সহকারী | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
প্রশাসনিক কর্মকর্তা / সহকারী জন সংযোগ কর্মকর্তা / লিয়াঁজো অফিসার | ০২ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
ডাটা এন্ট্রি অপারেটর | ০১ | নিয়োগ বিজ্ঞপ্তি | Apply Now |
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ বিস্তারিত দেখুন : নিম্মলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে


CPA Job Circular
নিয়ােগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৩। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিষ্টেশন নম্বর সম্বলিত তার আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিষ্ট্রেশন নম্বর সম্বলিত সােনালী ব্যাংকের সােনালী সেবার পে-শ্লীপ ডাউনলােড করে প্রিন্ট নিতে হবে। সােনালী ব্যাংকের যে কোন শাখায় (পাের্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) উক্ত পে-স্লীপ দিয়ে নিয়ােগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশােধ করতে হবে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযােগ্য নয়) এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।
- ক্রমিক-১ প্রার্থীদের জন্য নিয়ােগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা এবং ২-৬ নং প্রার্থীদের নিয়ােগ পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা।
চাকরির খবর ২০২১
অন-লাইনে আবেদন ফরম পূরণের শর্তাবলী
১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট jobscpa.org তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে
সাবমিট করতে হবে।
২। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে; অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ x ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলােবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তােলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ সাইজের স্বাক্ষর আপলােড করতে হবে।
৪। আবেদনকারী প্রার্থীদেরকে অন-লাইন আবেদনের কপির সাথে বয়স ও শিক্ষাগত যােগ্যতার প্রমাণ স্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনের ১৫(পনের) দিনের মধ্যে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর, চট্টগ্রাম বরাবরে প্রেরণ করতে হবে।
৫। অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে; কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রার্থী সংখ্যা বেশী হলে আবেদনকারীদের শিক্ষাগত যােগ্যতা/প্রাপ্ত নম্বর/অন্য কোন নির্ণায়কের ভিত্তিতে শর্ট লিস্ট করতে পারবে। নিয়ােগের ক্ষেত্রে চবক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬। প্রার্থীদের অনলাইনে আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে পরীক্ষার তারিখ চবক (www.cpa.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার প্রবেশপত্র jobscpa.org থেকে ডাউনলােড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আজকের অন্যান্য চাকরির খবর দেখুন
- আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র
- বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম
- বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২ – Chakrir Dak
৭।প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যােগ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে।
৮।অন-লাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন হলে hr@cpa.gov.bd ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে যােগাযােগ করা যাবে।
৯। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারিরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমানের
ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
১০। এতিম ও শারিরিক প্রতিবন্ধি কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
১১। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
১২। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশােধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৩। অন লাইনে আবেদন গ্রহণ শুরুর সময় ঃ ১২/০৮/২০২১ খ্রিঃ সকাল ১০-০০ টা;
১৪।অন লাইনে আবেদন গ্রহণের শেষ সময় ঃ ৩০/০৯/২০২১ খ্রিঃ রাত ১২-০০ টা পর্যন্ত
১৫। সােনালী ব্যাংক লিঃ এ ফি জমাদানের শেষ তারিখ – ০৩/১০/২০২১ খ্রিঃ।
১৬। নিয়ােগ সংক্রান্ত তথ্যের জন্য কল সেন্টার ১৬৫৬৩ নম্বরে অফিস চলাকালীন সময়ে যােগাযােগ করা যাবে।
Chittagong Port Authority Job Circular 2021
অনলাইনে অবাদনের জন্য নিম্নে উল্লেখিত ফর্মটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷ শুধুমাত্র নিজ নাম বাংলা এবং ইংরেজীতে লিখতে হবে। অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য এই লিংকটিতে (http://www.google.com/intl/bn/inputtools/try/) ক্লিক করুন৷ অথবা আপনার কম্পিউটার এ গুগল ইনপুট টুলস এর মাধ্যমে ইউনিকোডে বাংলা টাইপিং প্রক্রিয়া ইনস্টল করার জন্য এই লিঙ্কটিতে যান ( http://www.google.com/intl/bn/inputtools/windows/)৷এছাড়াও আপনি অভ্র অথবা যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে এই ফর্মটি পূরণ করতে পারেন।চাকুরীর জন্য আবেদন ফর্মটি সাবমিট করার পর আবেদন ফর্মের কপি ও সোনালী সেবার পে-স্লীপ ডাউনলোড করা বাধতামূলক। |
0 Comments