Bangladesh Press Council Job Circular 2021: বাংলাদেশ প্রেস কাউন্সিলের অধীনে নিম্ন বর্নিত পদে পেশকার নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ প্রেস কাউন্সিল |
চাকরির ধরণ | সরকারি চাকরি |
পদের নাম | পেশকার |
বেতন | ৯,৩০০/- ২২,৪৯০/- |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি পাশ |
অতিরিক্ত যোগ্যতা | কম্পিউটার অভিজ্ঞতা |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১২/০৮/২০২১ |
সরকারি চাকরির খবর
শর্তাবলি :-
ক) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৯-১২-২০১৪ খ্রিঃ তারিখের পরিপত্র নং ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪.০১ এর মাধ্যমে প্রকাশিত নির্ধারিত ফরম অনুযায়ী সংবলিত এক পাতার আবেদন ফরম স্বহস্তে পূরণ ও স্বাক্ষর করে আগামী ১২/০৮/২০২১ ইং, তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এর বরাবর অফিস চলাকালীন ডাকযোগে পৌছাতে হবে । আবেদনের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ৮/৮/৩৬/009.9০৬-১৫ হতে ডাউনলোড করা যাবে ।
খ) আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য ভোলা পাসপোর্ট আকারের ০৩ (ভিন) কপি সাম্প্রতিক রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের লিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, কম্পিউটার পারদর্শিতা সনদপরের সত্যায়িত অনুলিপি, নাগরিক সনদপত্রের অনুলিপি” প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্রের মূলকপি দাখিল করতে হবে ।
Bangladesh Press Council Job Circular
গ) প্রার্থী মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র (মন্ত্রণালয়ের সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এ এস.নি সনদ, জন্মনিবন্ধন, মৃত মুক্তিযোদ্ধাদের মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা পুত্র/কণ্যার পুত্র/কণ্যা হিসেবে চাকুরিরতদের ক্ষেত্রে উপর্যুক্ত কাগজপত্রাদিসহ প্রার্থী সাথে শহিদ মুক্তিযোদধা/মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র ॥
প্রেস কাউন্সিলে চাকরি
ঘ) ১২/০৮/২০২১খরি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে প্রতিবন্ধী ও /শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বৎসর । বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
ড) সরকারি /আধাসরকারি/ স্থা়্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনাপত্তিপ্রসহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। অনাপত্তিপত্রের অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
বাংলাদেশ প্রেস কাউন্সিল জব সার্কুলার
চ) আবেদনপত্রের সাথে আবেদনকারীর নিজন্ব ঠিকানা (পোস্টাল ঠিকানা) খামের উপর লিপিবদ্ধ করে অব্যবহৃত ১০ (দশ) টাকার ডাকটিকেট যুক্ত ১০”× ৪.৫ মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
ছ) পরীক্ষার ফি বাবদ যেকোনো তফশিলি ব্যাংক হতে ১০০/- (একশত) টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অনৃকূলে দাখিল করতে হবে।
জ) আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের বরাবরে পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে এবং যোগ্য প্রার্থীগণকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর জন্য কোনোরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনকারীর প্রদত্ত যোগাযোগের ঠিকানায় যথাসময়ে জানানো হবে।
সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ঝ) ক্রটিপূর্ণ, অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
এ) কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। এছাড়াও সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধাড বলে গণ্য হবে।
ট) কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments