১২৩টি পদে নিয়োগ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন/BANGLADESH CHEMICAL INDUSTRIES CORPORATION JOB CIRCULAR: শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে নিয়ােগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শূন্যপদ সমূহে উপযুক্ত প্রার্থীদেরকে অন-লাইনে আবেদন ফরম পূরণ করার আহ্বান করা হচ্ছেঃ
চাকরির ধরন | সরকারি চাকরি নিয়োগ |
প্রতিষ্ঠান | শিল্প মন্ত্রণালয় বিসিআইসি |
মোট পদ | ১০ টি |
মোট শুন্য পদ | ১২৩টি |
আবেন প্রক্রিয়া | অনলাইন টেলিটক |
আবেদনের শেষ সময় | ২৮ অক্টোবর ২০২১ ইং |
আবেদনের সাইট | bcic.teletalk.com.bd |
অফিসার পদে | সরকারি চাকরির খবর |
কেমিক্যাল সাইট লিং | http://www.bcic.gov.bd |
১২৩টি পদে নিয়োগ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন চাকরির খবর ২০২১ সালের সকল প্রথম শ্রেণির অফিসার পদে সরকারি চাকরির খবর মােট পদ = ১২৩ শিক্ষাগত যােগ্যতা নির্ধারনঃ শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণী নির্ধারিত হবে
বিভিন্ন পদে সরকারি কর্মকর্তা নিয়োগ
পদের নামঃ সহকারী ব্যবস্থাপক
বয়সঃ ৩০
গ্রেডঃ ৯ম
বেতন স্কেল ২২০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্ব স্ব ক্ষেত্রে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন (প্রশাসন) পাবলিক পরীক্ষার যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগ সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা এমবিএ ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
পদের নামঃ নিরাপত্তা কর্মকর্তা ফায়ার এন্ড সেফটি অফিসার
গ্রেডঃ ৯ম
বেতনঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ নিরাপত্তা কর্মকর্তা/ফায়ার এন্ড সেফটি অফিসার হিসাবে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স ৩৭ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য।
পদের নামঃ চিকিৎসা কর্মকর্তা
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস পাশ
পদের নামঃ সহকারী প্রােগামার
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটারে ট্রেনিং সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
পদের নামঃ সহকারী ব্যবস্থাপক
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ স্ব স্ব ক্ষেত্রে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক (বাণিজ্যিক) পরীক্ষার যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগ সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা এমবিএ ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
BANGLADESH CHEMICAL INDUSTRIES CORPORATION JOB CIRCULAR
পদের নামঃ সহকারী রসায়নবিদ
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ ১ম শ্রেণিতে রসায়নে এমএসসি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোন দুটি ব্রীক্ষায় প্রথম বিভাগ সমেত ২য শ্রেণিতে রসায়নে এমএসসি ডিগ্রী অথবা রসায়নে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী।
পদের নামঃ সহঃ প্রকৌশলী (কেমিক্যাল)
পদ সংখ্যাঃ ২৫
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
পদের নামঃ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।
শুন্য পদঃ ১৯
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ (পাঁচ)। বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
পদের নামঃ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদ সংখ্যাঃ ১৯
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
পদের নামঃ বন কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০১ জন
গ্রেডঃ ৯ম
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/-
বয়স সীমাঃ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বন বিদ্যায় ১ম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বর্তন পাবলিক পরীক্ষার যে কোন ২টি পরীক্ষায় ১ম বিভাগ সহ বন বিদ্যায় ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী। |
সকল পদের আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২১ ইং
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন জব সার্কুলার ২০২১

অক্টোবর মাসে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রিয় সরকারি চাকরি প্রত্যাশি ৯ম গ্রেডের মোট ১০টি পদে ১২৩ জন জনবল নিয়োগ দেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যেহেতু কর্মকর্তা/অফিসার পদের আবেদন করবেন সেহেতু আপনারা টেলিটক ওয়েবসাইটের ক্যামিক্যাল সরকারি জব সার্কুলারটি ভালো করে বিস্তারিত দেখুন। এই পদে প্রিলিমিনারী চাকরির পরীক্ষা হবে ২য় বারে লিখিত পরীক্ষা হবে শেষে মৌখিক পরীক্ষা হবে। নিচে সরকারি চাকরির বিভিন্ন পদে আবেদনের শর্তাবী বা নিয়মাবলী দেখুনঃ

আজকের সকল চাকরির খবর দেখুন
- আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র
- বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম
- বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম
- লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২ – Chakrir Dak
0 Comments