Bangladesh Ansar VDP Job Circular 2022

by | Oct 15, 2022 | সরকারি চাকরি

Bangladesh Ansar VDP Job Circular 2022

Bangladesh Ansar VDP Job Circular 2022 (October Update): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Sadharon Ansar Job Circular 2022) অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

সাধারণ আনসার নিয়োগ

চাকরির ধরণসরকারি চাকরি
চাকরি দাতা প্রতিষ্ঠানসাধারণ আনসার
মোট জনবল নিয়োগ৩৫৬জন
জেলা৬৪ জেলা
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক ( এসএসসি পাশে চাকরি)
বয়স১৮-৩০ বছর
আবেদনের শেষ সময়১০ নভেম্বর ২০২২
আবেদনের ওয়েবসাইটwww.ansarvdp.gov.bd

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bangladesh Ansar VDP Job Circular 2022
Bangladesh Ansar VDP Job Circular 2022(Update)

আনসার নিয়োগে প্রার্থীর যোগ্যতা:

বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যােগ্যতা: উচ্চতা (সর্বনিম্ন) ও সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ওজন (ন্যূনতম): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)
বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮-৮৬৩৬ সে মি (৩২-৩৪ ইঞ্চি)

উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২- ৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)
শিক্ষাগত যোগ্যতা: স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়স: ২৬-০৮-২০২১ তারিখ হতে সর্ব্বোচ্চ ২২ বছর পর্যন্ত
দৃষ্টিশক্তি: ৬/৬।

প্রার্থীদের নিম্নলিখিত যােগ্যতা থাকতে হবে ?

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যেকোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে ।
উক্ত লিংকটি ১০/১১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে

অন-লাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পাের্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযােগ্য।

আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যােগাযােগ করতে হবে।

অন-লাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থী রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন।

আবেদনে প্রদত্ত মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলােড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে।

প্রার্থীগণ অন-লাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে প্রবেশপত্র ও আবেদনপত্রসহ উপস্থিত হবেন।

প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ:
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar, HbAIC, HBs Ag, Anti HCV, Serum Cretinine এবং Dope Test সম্পন্ন করানাে হবে। উল্লেখ্য, Fasting Sugar, HbAIC & Serum Cretinine রক্ত পরীক্ষায় যােগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন।

পরবর্তীতে পুলিশ ভিআর (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়ােগপত্র প্রদান করা হবে।

Bangladesh Ansar VDP Job Circular 2022

৬। সনদকাগজপত্রঃ
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।
ক) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যােগ্যতার মূল/সাময়িক সনদ পত্রের ফটোকপি।

খ) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপাের্ট সাইজ রঙ্গীন ছবি (সামনে থেকে তােলা)।

গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র ।

ঘ) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।

ঙ) অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত।

চ) প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।

৭) শারীরিক যােগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।

৮) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সংগে আনতে হবে।

৯। প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা
ক। চাকরিকালীন:

(১) ভাতা (দৈনিক) :বিবরণ দৈনিক খােরাকী চিকিৎসা ভাতা । যাতায়াত ভাতা ধােলাই ভাতা ঝুকি ভাতা

(২) উৎসব ভাতা: ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা

(৩) রেশন সামগ্রী সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)।

(৪) চিকিৎসা ও অংগীভূত ‘ব্যাটালিয়ন আনসার’ অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় কর্তৃপক্ষ বহন করবে ।
০৫) প্রশিক্ষণকালীন ও দৈনিক ভাতা ১৫০/- টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা।

০৬) অবসরকালীন: একনাগাড়ে ৫ (পাঁচ) বৎসর সন্তোষজনক অংগীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতিবছর চাকরিকালের জন্য ২ মাসের সমপরিমান ভাতা| (শুধুমাত্র দৈনিক/খােরাকী ভাতা) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিকভাতা গ্রাচ্যুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন।

০৭) দূর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদানঃ মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ ও পারিবারিক অনুদান ও কর্তব্যরত অবস্থায় কোন ব্যাটালিয়ন আনসার নিহত হলে তার পরিবার নিম্নলিখিত হারে অনুদান পাবেন।

০৮) সকল ব্যাটালিয়ন আনসার সদস্যগণ কর্মরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুজনিত কারণে ৫০,০০০/- টাকা এবং দূর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ অর্থাৎ ১,০০,০০০/- টাকা জীবন বীমার সুযােগ বিদ্যমান।

০৯) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোন ব্যাটালিয়ন আনসার সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হলে তার পরিবারকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং গুরুতর আহত হলে তাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হবে।

১০) প্রশিক্ষণকাল: ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে । যশাের।

১১) চাকরির মেয়াদ ০৬ (ছয়) বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে ।

১২। বিশেষ দ্রষ্টব্যঃ
ক। সরকারী বিধি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা
(১) আনসার ও ভিডিপি সদস্যদের ক্ষেত্রে ও জেলা কমান্ড্যান্ট/আনসার ভিডিপি একডেমি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র প্রদর্শন করতে হবে। |

(২) মুক্তিযােদ্ধার পুত্র/পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে:
(ক) ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র/পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে প্রার্থীদের পিতা/মাতা/পিতামহ/ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযােদ্ধা সনদপত্রের মূলকপি, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং | মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী) কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত থাকতে হবে ।

(খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র হলে প্রার্থী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার ঔরসজাত পুত্র এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ব্য পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযােজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূলকপি থাকতে হবে।

উল্লেখ্য, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এর নিকট সম্পাদিত আফিডেভিট অথবা বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।

(৩) এতিম সদস্যদের ক্ষেত্রে ও সরকারী ও সরকারী নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয় প্রশংসাপত্র যাতে প্রার্থীর পূর্বতন স্থায়ী ঠিকানা, জন্ম ও এতিমখানা নির্বাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর এবং জেলা/উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

(৪) উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে: উপজাতি প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে ।

***বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম/বেশী করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

*** নির্বাচিত ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভাগীয় বিধি-বিধান ও নীতিমালা প্রযােজ্য হবে।

প্রার্থীদের কোন প্রকার যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না।

সতর্কীকরণ ও ক। সাহায্য পাওয়ার আশায় কারাে সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। ভর্তির ব্যাপারে অত্র বাহিনীর কোন কর্মকর্তা/কর্মচারীর সংগে ব্যক্তিগতভাবে কেউ যােগাযােগ করলে সেই প্রার্থী তাৎক্ষণিকভাবে অযােগ্য বিবেচিত হবেন।’

খ। চাকরি প্রার্থীদের মধ্যে কেহ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোন তথ্য গােপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। এমনকি পরবর্তীতেও বর্ণিত কোন অনিয়ম ধরা পড়লে নিয়ােগ আদেশ বাতিল হবে।

সবার আগে সকল নতুন চকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিচে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক যাবতীয় তথ্যের জন্য আমাদের কাজীজব.কম এর ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

বিঃ দ্রঃ এই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে,‘‘কোন প্রকার আর্থিক লেনদেন এ জড়িয়ে পড়বেন না” অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আমাদের পোস্টের নিচে জাতীয় দৈনিক পত্রিকার সূত্র বা সরকারি প্রতিষ্ঠান এর সূত্র উল্লেখ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আর সেই সূত্র মোতাবেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা জাতীয় পত্রিকার সাইটে গিয়ে তাদের হেল্পলাইনে সহায়তা নিন। কাজীজব.কম কর্তৃপক্ষ আপনার কোন প্রকার সমস্যার জন্য দায়ী থাকবে না।

0 Comments

Leave a Reply

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোডঃ আসন্ন সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী আপনি সবার আগে www.kazijob.com ওয়েবসাইটে পাবেন। প্রিয় সরকারি চাকরি প্রার্থী প্রতিনিয়ত নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, সরকারি অনেক...

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিক বাংলা সাহিত্যিকদের ছদ্মনামঃ বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। বাংলা ভাষা বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক...

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিক বিখ্যাত কবি সাহিত্যিকদের নামঃ বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম দিয়ে লেখার প্রচলন বহু পুরোনো। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের নাম এখানে তালিকা আকারে দেওয়া হলো । বাংলা সাহিত্যের এই বিষয়গুলো অনেকের অজানা রয়েই যায় । বাংলা সাহিত্যের...

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি...

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক চাকরির ডাকঃ প্রিয় চাকরিপ্রার্থী Chakrir Khobor ২৩ ডিসেম্বর ২০২২ প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা Pdf এ কাজী জব এর পক্ষ থেকে স্বাগতম। আপনাকে চাকরির দোরগোড়ায় পৌছে দিতে চাকরির খবর পত্রিকা অনেক হেল্প করবে। মাত্র ৫ টাকা মূল্যের সাদা পেপারে কালো...

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির সার্কুলার ২০২৩ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি চাকরির...

POPI NGO Job Circular 2023

POPI NGO Job Circular 2023

পপি এনজিওতে চাকরির সুযোগ ২০২৩ POPI NGO Job Circular 2023: গণমুখী কর্মসূচি বাস্তবায়নের সংক্ষিপ্ত নাম পপি। গণমুখী কর্মসূচি বাস্তবায়ন পপি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। কাজের প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এছাড়াও, আপনি...

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।আপনারা অনেকেই আছেন যারা ব্যাংকের চাকরি প্রচন্ড পছন্দ করেন। তাদের জন্য এটি সুখবর হতে পারে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে...

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: সম্প্রতি বাংলাদেশ কাস্টমস ১৭৭ পদে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কাস্টমস জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে...