সুদের হার বাড়াল LIC
সুদের হার বাড়াল LIC- Housing Finance থেকে যাঁরা গৃহঋণ নিয়েছেন, তাঁদের পকেট থেকে এবার EMI বাবদ বাড়তি টাকা খসবে। কারণ, কোম্পানি সোমবার ঋণের উপরে সুদের হার 50 Basis Points বাড়িয়েছে। তার ফলে গৃহঋণের (Home Loan) উপরে পূর্ববর্তী সুদের হার 7.50%-এর পরিবর্তে এখন তা 8% হয়েছে। এই নতুন সুদের হার সোমবার থেকেই কার্যকর হয়েছে।
LIC Housing Finance
93270236
কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সুদের হার বাড়ানো হয়েছে। কারণ, কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের সাম্প্রতিক আর্থিক নীতিতে রেপো রেট (Repo Rate) 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতেই ব্যাঙ্ক রেপো রেট (Repo Rate) বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কারণ, ধারাবাহিকভাবে মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) সহনশীল মাত্রার উপরে রয়েছে।

93561873
তারই পরিপ্রেক্ষিতে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, বিশ্বের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গত 5 অগস্ট রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) রেপো রেট (Repo Rate) 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। রেপো রেট বৃদ্ধি EMI-এর উপরে ন্যূনতম প্রভাব ফেলবে। কারণ, আগের থেকে সামান্য বেশি টাকা গুনতে হবে। তা সত্ত্বেও কোম্পানির দাবি, গৃহঋণের চাহিদা ভাল থাকবে। সে কারণেই বাজারের পরিস্থিতি নিয়ে মাথায় রেখেই LIC HFL-এর গৃহঋণের সুদের হার বাড়ানো হয়েছে।
93562001
LHPLR হল বেঞ্চমার্ক রেট যার সাথে LIC হাউজিং ফাইন্যান্স লিমিটেড-এর ঋণের সুদের হার যুক্ত থাকে। হোম লোনের নতুন সুদের হার এখন 8 শতাংশ থেকে শুরু হবে। আগের গৃহঋণ শুরু হয়েছিল 7.50 শতাংশে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে 3-5 অগাস্ট তার বৈঠকে পলিসি রেপো রেট (Repo Rate) 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.4 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। গত 5 আগস্ট নীতিগত হার বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। সেইমতো স্থায়ী আমানত সুবিধা (SDF) হার 5.15 শতাংশে হ্রাস করা হয়েছে, যেখানে প্রান্তিক স্থায়ী সুবিধা (MSF) হার এবং ব্যাঙ্ক রেট 5.65 শতাংশে কমানো হয়েছে।
0 Comments