সিও এনজিও নিয়োগ 2022
সিও (SEHEO) এনজিও সিও এনজিও নিয়োগ 2022: সিও এনজিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানবকল্যান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সিও এনজিও নিয়োগ 2022 বিজ্ঞপ্তি দেখুন
SEHEO NGO Job Circular 2022
- চাকরির ধরন বেসরকারি চাকরি
- জেলা সকল জেলা
- প্রতিষ্ঠান সিও এনজিও
- মোট পদ ২৩টি
- পদের সংখ্যা ৮৩২জন
- শিক্ষাগত যোগ্যতা ৮ম – স্নাতকোত্তর
- বয়সসীমা অনির্দিষ্ঠ
- আবেদনের মাধ্যম ই-মেইল
- আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২২
সিও এনজিও নিয়োগ ২০২২
প্রধান কার্যালয় সহ সংস্থার আওতাধীন বর্ধিত এলাকার জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দীর্ঘসময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, কর্মঠ ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদের জন্য আবেদন আহবান করা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (কোন আর্থিক লেনদেন করেবেন না)
আবেদন করা যাবেঃ ১০-১১-২০২২ ইং পর্যন্ত
আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ নিচে দেখুন
আরো দেখতে পারেন
অন্যান্য সুবিধা সমূহঃ ১১ নং পদে প্রাক-প্রশিক্ষণ এক মাস ৮,০০০/- টাকা পরবর্তী ২ মাস প্রশিক্ষণকাল প্রতি মাসে ১০,০০০/- টাকা তারপর স্থারীকরনের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশকালে প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে বেতন প্রদান করা হবে। পদমর্যাদা অনুযায়ী নিয়োগকৃত কর্মীদের নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা দেয়া হবে।
প্রার্থীর শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে চাকুরীতে স্থায়ীকরন করা হবে, চাকুরীতে স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ ও গ্রাচ্যুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে ।
সিও এনজিও জব সার্কুলার ২০২২
আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ বরাবর, পরিচালক মানব সম্পদ বিভাগ সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখা যাবে https://seheobd.org/ ওয়েবসাইটে, পরীক্ষার জন্য মোবাইলের মাধ্যমে জানানো হবে। যোগাযোগের মাধ্যম: মোবাইলঃ ০১৯০৭-০৯৪০৫৩/০১৯০৭-০৯৪০৫২, টেলিফোন-০৪৫১-৬২৬৩০।
I am interested
I have interested