বাকৃবি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Agriculture University Job Circular 2022: বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়মানুযায়ী দেয়া বেতন ও প্রযোজ্য অন্যান্য ভাতায় নিম্নবর্ণিত শিক্ষা বিভাগসমূহে শিক্ষক পদ পূরণকল্পে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে বাকৃবি নিয়োগ ২০২২ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
BAU Job Circular 2022
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা সমূহ | সকল জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
শূণ্যপদ | ৩১টি |
পদসংখ্যা | ৫২ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
ওয়েবসাইট | https://www.bau.edu.bd |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২৯ সেপ্টেম্বর, ২০২২ |
বাকৃবি নিয়োগ ২০২২
বাকৃবি নিয়োগ বিজ্ঞপ্তি আগামী ২৯.০৯.২০২২ তারিখের মধ্যে দরখাস্ত অফিস চলাকালীন সময়ে অবশ্যই বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীর অফিসে পৌছাতে হবে। বিলম্বে প্রাপ্ত, অসম্পূর্ন বা ক্রটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফিঃ নির্ধারিত নমুনা ফরমে দরখাস্ত দাখিল করতে হবে। ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা নির্দিষ্ট পরিমান ডাক টিকেট এবং প্রার্থীদের ডাক ঠিকানা সম্বলিত খাম প্রেরণ পূর্বক রেজিস্ট্রার অফিস হতে দরখাস্তের নমুনা ফরম এবং নিয়োগ নীতিমালার কপি সংগ্রহ করা যবে। দরখাস্তের সাথে ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর অনুকূলে যে কোন সিডিউল বাণিজ্যিক ব্যাংক হতে ইস্যুকৃত টাঃ ৫০০.০০(পাচশত) মাত্র মূল্যমানের পে-অর্ডার/ব্যাৎক ড্রাফ্ট (অফেরতযোগ্য) অবশ্যই সংযোজন করতে হবে
বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কেঃ
ময়মনসিংহ শহরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষিশিক্ষা সব্বোর্চ শিক্ষাপ্রতিষ্ঠান । মান সম্পন্ন উচ্চতর কৃষি বিজ্ঞান ও কৃষি শিক্ষার ব্যবস্থার নিশ্চয়তা করা বাকৃবির প্রকাশ লক্ষ্য । তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবীদ,প্রাণীবিজ্ঞানী,প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরী করাই এ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যাালয়ের উদ্দেশ্য ।
0 Comments