প্রাণ কোম্পানিতে চাকরি 2022
প্রাণ কোম্পানিতে চাকরির বিশাল নিয়োগ : সম্প্রতি প্রাণ কোম্পানি আবারও এক নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে । প্রাণ কোম্পানির সকল বিজ্ঞপ্তি সবার আগে আমাদের এখানে দেয়া হয়। নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সকল কিছু বিস্তারিত দেখে নিন। প্রাণ গ্রুপে নিয়োগ, প্রাণ সেলস নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)/ শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা) ও কোম্পানিতে ড্রাইভার পদে ক্যারিয়ার গড়ুন। আগ্রহী প্রার্থীদের আগ্রামী ৩০ ডিসেম্বর ২০২১ এর মধ্যে আবেদনের জন্য আহবান করা হল ।
PRAN Company Job Circular
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | প্রাণ আরএফএল |
ওয়েবসাইট | pranfoods.net |
চলমান বিজ্ঞপ্তি | ২টি |
শূন্যপদ | সেলস/ম্যানেজার/এক্সিকিউটিভ |
পদের সংখ্যা | অনির্দিষ্ট |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক/বিবিএ |
বয়স সীমা | ২৫-৩৫ ও ২৩-৩০ বছর |
সাক্ষাতকারের তারিখ | ৩১ অক্টোবর, ২০২২ পর্যন্ত |
একাধিক পদে প্রাণ কোম্পানিতে চাকরি 2022
অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)/ শোরুম সেলস এক্সিকিউটিভ (পুরুষ ও মহিলা) পদে আগ্রহী নাগরিকগণ নিচে দেয়া সকল নিয়ম অনুযায়ী সাক্ষাতকার দিতে পারেন এবং প্রাণ কোম্পানিতে সুন্দর ক্যারিয়ার গড়তে পারেন।
- যোগ্যতা ও শর্তাবলিঃ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাশ, ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে
- বয়সঃ অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ– ২০ থেকে ৩৫ বছর, শোরুম সেলস এক্সিকিউটিভ– ১৮ থেকে ২৬ বছর
- প্রার্থীর ন্যূনতম উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি ও সুসাস্থ্যের অধিকারী হতে হবে
- পরীক্ষার স্থান ও তারিখঃ প্রাণ সেলস অফিস জেলা ভবন (বিস্তারিত নিচের ছবিতে দেখুন)
- নিয়মাবলিঃ চাকুরির প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে, সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকুরি স্থায়ী হবে এবং বাংলাদেশের যেকোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন- নিচে উল্লিখিত যেকোনো ঠিকানায় সকাল ১০ টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশখহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থরাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

প্রাণ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রাণ কোম্পানি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি : প্রাণ কোম্পানিতে বেশ কিছু নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও সিভি সহ নিচে দেয়া ঠিকানা ও তারিখ অনুযায়ী সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
- যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ
- বয়সঃ ২৫-৪০ বছর ও সুসাস্থ্যের অধিকারী হতে হবে
- অভিজ্ঞতাঃ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
সুযোগ-সুবিধাঃ আকর্ষণীয় বেতন, ট্রিপ ভাতা, উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থাসহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ-সুবিধা
0 Comments