কাস্টমস নতুন নিয়োগ
কাস্টমস নতুন নিয়োগ র্সাকুলার ২০২২ : কাস্টমস অফিসে প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তার ধারাবাহিকতায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর ছাড়পত্র মূলে প্রদত্ত ছাড়পত্র মোতাবেক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিম্নে উল্লিখিত (১০-২০) গ্রেডভূক্ত শুন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে।
Customs Job Circular 2022
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলাসমূহ |
চাকরি দাতা প্রতিষ্ঠান | কাস্টম হাউজ |
ওয়েবসাইট | https://chicd.gov.bd |
মোট পদ | ১৩টি |
পদের সংখ্যা | ৯৪ জন |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক |
বয়স সীমা | ১৮-৩০ বছর |
আবেদনের শেষ তারিখ | ২০ নভেম্বর ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনালাইন |
কাস্টমস অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কাস্টম হাউজ, বেনাপোল এর রাজস্বখাতভূক্ত ১৩ ক্যাটাগরির মোট ৯৪টি পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।
- আবেদন প্রক্রিয়া শুরু হবেঃ ৩১/১০/২০২২
- আবেদনের শেষ তারিখঃ ২০/১১/২০২২
- আবেদন করার ঠিকানাঃ http://bch.teletalk.com.bd




আরও দেখুন- |
0 Comments