এডিআই এনজিও নিয়োগ
এডিআই এনজিও নিয়োগঃ সম্প্রতি অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২) সার্কুলার এ ৩১০ জনকে নিয়োগ দিতে নিয়োগ দেয়া হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনুমোদিত এবং পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত “অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই)” সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সংস্থার কর্ম এলাকায় (ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ফরিদপুর ও মাগুরা জেলায়) কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
এডিআই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের অপেক্ষায় না থেকে দ্রুত আবেদন করুন নিম্নে দেয়া ঠিকানা অনুযায়ী । ৩১০ টি পদে এডিআই এনজিও প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হয়েছে । কেননা এডিআই এনজিও তে সেরকমের কোন সার্কুলার সচরাচর দেখা যায় না বা এ ধরনের বিশাল নিয়োগ খুব কম আসে । তাই দেরি না করে উক্ত ঠিকানায় আবেদনপত্র দাখিল করুন ।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ
আগামী ২৪-১১-২০২২ তারিখের মধ্যে পূর্ন জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ছবি সহ প্রয়োজনীয় কাগজ-পত্র আবেদনপত্রসহ নির্বাহী পরিচালক, এডিআই, মিয়াজী টাওয়ার, বাড়ী নং-৫৮ (৫ম তলা ), রোড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-০১, ঢাকা-১২১২ ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে । খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
adi ngo job circular 2022
Head Office
Alternative Development Initiative (ADI)
House # 58 (4st Floor), Road # 03, Block # B, Niketon, Gulshan -01, Dhaka-1212, Bangladesh
+88029861412
+8801789406707
adi.bd.org@gmail.com
https://www.facebook.com/adi.bd.ngo
0 Comments