আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ 2021

by | Aug 19, 2021 | সরকারি চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ 2021: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩টি পদে মোট ৪৭ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন ১৭ আগস্ট থেকে। আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ।

Ashuganj Power Station Company Ltd. Job Circular 2021: পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল) আশুগঞ্জ, বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ 2021 – সরকারি চাকরি

চাকরির ধরণসরকারি চাকরি
প্রতিষ্ঠানআশুগঞ্জ পাওয়ার স্টেশন
মোট পদ১৩ টি
শুন্য পদ৪৭ জন
আবেদন শুরু১৭ আগস্ট ২০২১
আবেদনের শেষ তারিখ৭ সেপ্টম্বর, ২০২১
ওয়েবসাইটwww.apscl.gov.bd
আবেদনের জন্যapscl.teletalk.com.bd
আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ ২০২১

Ashuganj Power Station Company Ltd. Job Circular 2021

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। নিম্নে পদসমূহ বিস্তারিত আলোচনা করা হলো ।

পদের নাম: সহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: যান্ত্রিক ১০ ও বৈদ্যুতিক ১০।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ৩।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী কোম্পানি সচিব।
পদের সংখ্যা: ১।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ১।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ৩।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ১।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ১।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা দেখুন

Chakrir Dak

পদের নাম: সহকারী ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ৪।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: মেডিকেল অফিসার।
পদের সংখ্যা: ২।
মূল বেতন: ৫২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/সমমান।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: যান্ত্রিক ৬ ও বৈদ্যুতিক ৬ পদ।
মূল বেতন: ৪০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা।
পরীক্ষার ফি: ১,০০০ টাকা।

পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ৭।
মূল বেতন: ২৬,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
পরীক্ষার ফি: ৫০০ টাকা।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৬।
মূল বেতন: ২০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
পরীক্ষার ফি: ৫০০ টাকা।

পদের নাম: জুনিয়র আইটি অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ২।
মূল বেতন: ২০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
পরীক্ষার ফি: ৫০০ টাকা।

সরকারি কোম্পানির চাকরির খবর ২০২১

আশুগঞ্জ কোম্পানি সরকারি নিয়োগ
আশুগঞ্জ কোম্পানি জব সার্কুলার
apscl Job Circular
Kazi Job Circular

APSCL Job Circular 2021

ফ্রিঞ্জ বেনিফিট/সুবিধা:
১. ফ্রিঞ্জ বেনিফিট/সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা/সুবিধা, শিক্ষা ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবেন।


২. প্রাথমিকভাবে শিক্ষানবিশ (Probationar) হিসাবে নিয়ােগপত্র ০১ (এক) বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশ কালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কাল ০১ (এক) বছরসহ ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ নিশ্চিত করা হবে। প্রতি ০৩ (তিন) বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স ৬০ (ষাট) বছর।

Ashuganj Power Station Company Chakrir Khobor


শর্তাবলীঃ ১. বয়সসীমা: ৩০ জুন ২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বছর হতে হবে (মুক্তিযােদ্ধা কোটায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর)। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।

২. শিক্ষাগত যােগ্যতা: কোন পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা সিজিপিএ ৪.০০ এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম ৩.৫০।

৩. নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১নং হতে ১০নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ১০০০/- টাকা এবং ১১নং হতে ১৩নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০০/- টাকা টেলিটক প্রিপেইড মােবাইল মারফত SMS এর মাধ্যমে জমা প্রদান করবেন।


৪. অনলাইনে আবেদন করার লিংক এপিএসসিএল এর ওয়েবসাইটে http://www.apscl.gov.bd এবং টেলিটক এর ওয়েবসাইটে http://apscl.teletalk.com.bd পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১৭ আগস্ট, ২০২১ খ্রি:, সকাল ১০.০০টা এবং জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি:, বিকাল ৫.০০টা।

অন্যান্ন জব সার্কুলার দেখুন


৫. কোন সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/বিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনুমােদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৬. মুক্তিযােদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।

৭. নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নীতিমালা/বিধি-বিধান অনুসরণ করা হবে।

৮. কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন পত্র এবং নিয়ােগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৯. পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। ১০. নিয়ােগ পরবর্তী পদায়নের ক্ষেত্রে বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। ১১. যে কোন প্রকার তদবীর/সুপারিশ প্রার্থীর অযােগ্যতা হিসাবে গণ্য হবে।


অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:


ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://apscl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: i. Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ আগস্ট, ২০২১
খ্রি:, সকাল ১০.০০টা।


Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি:, বিকাল ৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।


Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।


SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০০/- (ক্রমিক নং ১ হতে ১০) অথবা ৫০০/- (ক্রমিক নং ১১ হতে ১৩) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”। প্রথম SMS: APSCLUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।


Example: APSCL ABCDEF


Reply: Applicant’s Name, Tk. 1000. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type APSCLYesPIN and send to 16222. দ্বিতীয় SMS: APSCLYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: APSCL YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for APSCL Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://apscl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

ছ , শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। i. User ID Glat 0174 APSCLHelpUserUser ID & Send to 16222.
Example: APSCL Help User ABCDEF & send to 16222 ii. PIN Number Glalt at GT: APSCLHelpPINPIN No & Send to | 16222. Example: APSCL Help PIN 12345678 & send to 16222.

ঝ, নিয়ােগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা
vas.query@teletalk.com.bd a hrm@apscl.org.bd G12661 Gatisticatst PS TIC (email 93 subject এ Organization এর name: APSCL, Post এর Name:…….., Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।


প্রার্থীর যােগ্যতা যাচাইঃ


ক. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

খ. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীণ যেকোন প্রার্থীর প্রার্থীতা/নিয়ােগাদেশ (নিয়ােগপ্রাপ্ত হলে) বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্থের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না।

বিবিধঃ ক. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নিয়ােগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশােধন, সংযােজন (যদি থাকে) এপিএসসিএল’র নিজস্ব | ওয়েবসাইট www.apscl.gov.bd এ পাওয়া যাবে। খ. নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


অনলাইনে আবেদন এবং টাকা জমা দেয়ার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। (০৭/০৯/২০২১) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

www.apscl.gov.bd

সবার আগে সকল নতুন চকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিচে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন এবং চাকরির নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক যাবতীয় তথ্যের জন্য আমাদের কাজীজব.কম এর ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

বিঃ দ্রঃ এই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে,‘‘কোন প্রকার আর্থিক লেনদেন এ জড়িয়ে পড়বেন না” অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আমাদের পোস্টের নিচে জাতীয় দৈনিক পত্রিকার সূত্র বা সরকারি প্রতিষ্ঠান এর সূত্র উল্লেখ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি আর সেই সূত্র মোতাবেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা জাতীয় পত্রিকার সাইটে গিয়ে তাদের হেল্পলাইনে সহায়তা নিন। কাজীজব.কম কর্তৃপক্ষ আপনার কোন প্রকার সমস্যার জন্য দায়ী থাকবে না।

0 Comments

Leave a Reply

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র

আসছে সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোডঃ আসন্ন সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচী আপনি সবার আগে www.kazijob.com ওয়েবসাইটে পাবেন। প্রিয় সরকারি চাকরি প্রার্থী প্রতিনিয়ত নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, সরকারি অনেক...

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম

বাংলা সাহিত্যিক বাংলা সাহিত্যিকদের ছদ্মনামঃ বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। বাংলা ভাষা বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক...

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম

বিখ্যাত কবি সাহিত্যিক বিখ্যাত কবি সাহিত্যিকদের নামঃ বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম দিয়ে লেখার প্রচলন বহু পুরোনো। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের নাম এখানে তালিকা আকারে দেওয়া হলো । বাংলা সাহিত্যের এই বিষয়গুলো অনেকের অজানা রয়েই যায় । বাংলা সাহিত্যের...

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি...

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৩ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক চাকরির ডাক চাকরির ডাকঃ প্রিয় চাকরিপ্রার্থী Chakrir Khobor ২৩ ডিসেম্বর ২০২২ প্রতি সপ্তাহের সাপ্তাহিক চাকরির পত্রিকা Pdf এ কাজী জব এর পক্ষ থেকে স্বাগতম। আপনাকে চাকরির দোরগোড়ায় পৌছে দিতে চাকরির খবর পত্রিকা অনেক হেল্প করবে। মাত্র ৫ টাকা মূল্যের সাদা পেপারে কালো...

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023

Begum Rokeya University Job Circular 2023:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির সার্কুলার ২০২৩ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশের জনপ্রিয় সরকারি চাকরির...

POPI NGO Job Circular 2023

POPI NGO Job Circular 2023

পপি এনজিওতে চাকরির সুযোগ ২০২৩ POPI NGO Job Circular 2023: গণমুখী কর্মসূচি বাস্তবায়নের সংক্ষিপ্ত নাম পপি। গণমুখী কর্মসূচি বাস্তবায়ন পপি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। কাজের প্রাথমিক লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এছাড়াও, আপনি...

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।আপনারা অনেকেই আছেন যারা ব্যাংকের চাকরি প্রচন্ড পছন্দ করেন। তাদের জন্য এটি সুখবর হতে পারে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে...

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: সম্প্রতি বাংলাদেশ কাস্টমস ১৭৭ পদে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কাস্টমস জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে...