আশা এনজিও নিয়োগ 2022
আশা এনজিও নিয়োগ 2022: এমন অনেকেই আছেন যারা আশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য অপেক্ষায় আছেন। তাদের জন্য আশার নতুন জব সার্কুলার নিয়ে আসলাম। এছাড়া অন্যান্য সকল এনজিও চাকরির বিজ্ঞপ্তিও আমাদের সাইটে পাবেন।
ASA NGO Job Circular 2022
- চাকরির ধরণ
- বেসরকারি চাকরি
- আবেদন যোগ্য জেলা সকল জেলা
- চাকরি এনজিও চাকরি
- সময় ফুলটাইম
- কোম্পানি আশা
- পদ অফিসার
- পদের সংখ্যা ১২জন
- বয়স ১৮-৩৩ বছর
- শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ডিপ্লোমা/এমবিবিএস
- আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২২
- আবেদনের মাধ্যম বিডিজবস
আশা এনজিও জব সার্কুলার 2022
ASA এনজিও কর্তৃপক্ষ কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই এনজিও বাংলাদেশের সর্ব বৃহৎ এনজিওর মধ্যে একটি। অনেক এনজিও এর মধ্যে এটি বাংলাদেশের ভরসাযোগ্য এনজিও বলা চলে । আশাতে চাকরির ক্যারিয়ার গড়ার জন্য যে কেউ এই সুযোগটি নিতে পারেন।আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বেকারদের জন্য একটি সুযোগ ।
আশা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান-যার সেবার আওতায় রয়েছে ৩,০৭৩ ব্রাঞ্চের মাধ্যমে ২৫,০০১ স্থায়ী কর্মীর তত্ত্বাবধানে প্রায় ৭০ লক্ষ সদস্য। আশার কর্মসূচির অধীনে নিমোক্ত পদে শর্ত সাপেক্ষে লোকবল নিয়োগ করা হবে।
শূণ্যপদঃ মেডিকেল অফিসার(পুরুষ/মহিলা)
পদসংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস
বেতনঃ ৫৫,০০০ টাকা
শূণ্যপদঃ মেডিকেল টেকনোলজি
পদসংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি
বেতনঃ ২৩,০০০ টাকা
শূণ্যপদঃ কাউন্সিলর
পদসংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি
বেতনঃ ২০,০০০ টাকা
শূণ্যপদঃ রিসিপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যাঃ ০৩ টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক
বেতনঃ ২০,০০০ টাকা
এক বছর শিক্ষানবিশকাল। শিক্ষানবিশকালীন মাসিক স্থিরকৃত সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পিএফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক প্রার্থীকে অবশ্যই অধুমপায়ী, নিষ্ঠাবান এবং তৎপর হতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভি, (মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেসসহ) সহ প্রেসিডেন্ট, আশা বরাবরে লিখিত আবেদনপত্র আগামী ১৫-১০-২০২২ ইং তারিখের মধ্যে বিডিজবস-এর মাধ্যমে পাঠাতে হবে।

আশা এনজিও নিয়োগ
সাক্ষাৎকারের সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০ (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে। সূত্র: দৈনিক ইত্তেফাক
[ সতর্কতা ] তবে দয়া করে কেউ কোন টাকা-পয়সা লেনদেন করবেন না, চাকরি পেতে কোন টাকা দেয়া লাগে না। আর অবশ্যই বিজ্ঞপ্তি আসল কিনা যাচাই করবেন, প্রয়োজনে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিবেন। (ওয়েবসাইট-ashaf.org))নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো অসত্য অথবা আর্থিক লেনদেনের দায় kazijob.com এর নয় । অনেক সময় এধরনের আর্থিক লেনদেন নিয়ে অনেকেই বিভ্রান্ত হয় । এজন্য চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ।]
এনজিও জব সার্কুলার 2022
জব রিলেটেডঃ আশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, আশা এনজিও নিয়োগ 2022 ,আশা এনজিও চাকরির খবর ২০২২ ,আশা এনজিও চাকরি খবর ,আশা এনজিও নিয়োগ 2022 ,আশা এনজিও চাকুরী ,আশা এনজিও চাকরির নিয়োগ , আশা এনজিও তে চাকরি ,আশা এনজিওতে নিয়োগ 2022 , ,আশা এনজিওতে নতুন নিয়োগ ,আশা এনজিও জব সার্কুলার ২০২২ ।
0 Comments